X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন, থাকছে একাধিক ইউনিটে আবেদনের সুযোগ

রাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৯:০৫
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আংশিক পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বের ইউনিটভিত্তিক যে সীমাবদ্ধতা ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে একজন ভর্তিচ্ছু সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা থেকে ১ হাজার ২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০-২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি উপ-কমিটির সদস্য প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটে পরীক্ষার যে সীমাবদ্ধতা ছিল তা বাতিল করা হয়েছে। এছাড়া কমানো হয়েছে আবেদন ফি।’
এর আগে ২৪ জুলাই ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন ফি কমানো, পৃথক বিভাগ পরিবর্তন ইউনিট রাখা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্বারকলিপি দেয় ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক।
শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে গত ৩ আগস্ট ভর্তি পরীক্ষা নিয়ে উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কলা অনুষদের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) পক্ষ থেকে ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার সুপারিশ করা হয়। কিন্তু উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান দেশে না থাকায় কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।
এবার শিক্ষার্থীদের ৫৫ টাকা দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন থেকে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। এ, বি, সি- এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে