X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বশেমুরপ্রবির সাংবাদিককে বহিষ্কারের ঘটনায় হাবিপ্রবিসাসের নিন্দা

হাবিপ্রবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১

হাবিপ্রবি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) দ্য ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ফাতেমা-তুজ-জিনিয়া’কে সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘হাবিপ্রবি সাংবাদিক সমিতি’ (হাবিপ্রবিসাস)।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক আব্দুর রব এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গত ১০ আগস্ট ওই সাংবাদিকের ফেসবুকে শেয়ার করা একটি স্ট্যাটাসের জের ধরে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। জিনিয়া স্ট্যাটাস দেওয়ার কারণ অবহিত করার পর গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনও সমস্যা নিয়ে শিক্ষার্থী কিংবা গণমাধ্যমকর্মীর কথা বলার স্বাধীনতা রয়েছে। এখানে তারা ভিন্নমত ও পথের ভাষা প্রকাশ করবে এটাই স্বাভাবিক। সমালোচনা গ্রহণ করার মন-মানসিকতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের থাকতে হবে। স্বৈরাচারী উপায়ে কোনও বিশ্ববিদ্যালয় পরিচালিত হতে পারে না। সামান্য একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একজন গণমাধ্যমকর্মীর সাথে বশেমুরপ্রবি প্রশাসন যে আচরণ দেখিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এভাবে হুমকি-ধমকি আর বহিষ্কার করে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের অপচেষ্টা সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ।

অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার্থী এবং সাংবাদিকদের স্বাধীনভাবে মত প্রকাশের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান হাবিপ্রবিসাসের সদস্যরা। 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা