X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৯:২৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৯:৩২

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের গণরুমে চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবাসিক হলের গণরুমে চুরি পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. গোলাম রব্বানি এমন তথ্য জানিয়েছেন। 

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে।’ তবে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে হল সুপার বলেন,’সিসিটিভি ফুটেজের ডেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। তারপরে আর থাকে না। তবে এব্যাপারে তদন্ত কমিটি তদন্ত করবে।’

মালামাল চুরি যাওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে করলে হল সুপার বলেন, ‘তদন্ত কমিটি তদন্ত করে যে সুপারিশ বা রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন, তার ভিত্তিতেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা হলে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, গণরুমের সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ট্যাঙ্ক এবং টেবিলের ড্রয়ার ভেঙে ফেলা হয়েছে। ল্যাগেজ, ব্যাগ, বই, জামা-জুতা, রেকর্ডের সরঞ্জাম, মাইক্রোফোন, হাঁড়ি-পাতিল পর্যন্ত চুরি হয়েছে অনেক শিক্ষার্থীর। খোয়া গেছে সার্টিফিকেট এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডও। পড়ে রয়েছে শুধু লেপ, তোষক আর বালিশ! জিয়াউর রহমান হলের গণরুমে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী থাকেন। গণরুমের আবাসিক এই শিক্ষার্থীদের অভিযোগ তাদের প্রায় সকলের প্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান অনেক জিনিস চুরি হয়েছে। তারা এজন্য বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনকেই দুষছেন। হলের নিরাপত্তা কর্মী থাকা অবস্থায় কীভাবে এমন চুরির ঘটনা ঘটলো এমন প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা