X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন শাবির ৭০৩ জন শিক্ষার্থী

শাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৬:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:১৬

করোনাকালীন পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে স্মার্টফোন ক্রয়ে ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থীদেরকে সুদবিহীন ঋণ দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭০৩ শিক্ষার্থী এ ঋণ পাচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন শাবির ৭০৩ জন শিক্ষার্থী


সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে স্মার্টফোন ক্রয়ে ইউজসি থেকে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছিল। সে অনুজায়ই ৭০৩ জন শিক্ষার্থী জনপ্রতি ৮ হাজার টাকা ঋণ পাবেন।’ ‘শিক্ষার্থীরা কীভাবে পাবেন এ ঋণ?’ এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, ‘তালিকাভুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে গঠিত সফটলোন অনুমোদন কমিটির নিকট আবেদন করতে হবে। তারপর নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ঋণ প্রদান করবে কর্তৃপক্ষ।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইউজিসির এক সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় আনা হয় এবং স্মার্টফোন কিনতে প্রত্যেক শিক্ষার্থীকে আট হাজার টাকা সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর থেকে সনদপ্রাপ্তির আগ পর্যন্ত যেকোনও সময় সমান চার কিস্তিতে বা এককালীন এ ঋণ পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনও ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না বলেও জানা যায়।
এছাড়া সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গঠিত ‘সফটলোন অনুমোদন কমিটি’র সুপারিশের আলোকে শিক্ষার্থীকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে এ ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে ইউজিসি।
এ বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৮ হাজার টাকা করে লোন দেওয়া হবে। আমাদের কাছে ইউজিসি থেকে তালিকা চাওয়া হয়েছিল। আমরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকা পাঠিয়েছিলাম। তালিকাভুক্ত শিক্ষার্থীরাই এ লোন পাবে। আশা করি, শীঘ্রই শিক্ষার্থীরা এ লোন পেয়ে যাবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ