X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

শাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৮

করোনাকালীন পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের অসমাপ্ত সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনও বিভাগ চাইলে এর আগেও পরীক্ষা শুরু করতে পারবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ১৬৩ তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক একাডেমিক কাউন্সিলের সদস্য নিশ্চিত করেছেন।

একাডেমিক কাউন্সিলের সদস্যরা জানান, প্রথম ধাপে আগামী ১৭ জানুয়ারি থেকে প্রত্যেক বিভাগের অসমাপ্ত পরীক্ষাগুলো শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগগুলো চাইলে এ সময়ের আগেও পরীক্ষা শুরু করতে পারবে। তবে সকল পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

একাডেমিক কাউন্সিল সূত্র আরও জানায়, প্রথম ধাপে মাস্টার্স ১ম ও ২য় সেমিস্টার ও অনার্স চতুর্থ বর্ষের ১ম ও ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পর্যায়ক্রমে অবশিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা পূর্ব নির্ধারিত নম্বরেই অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়কাল ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা ও ২ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়ে আবাসিক হলগুলো খোলা রাখার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্যরা জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারি নির্দেশনা অনুসারে পরীক্ষার সময়গুলোতে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেয়েদের ক্ষেত্রে যারা থাকার জায়গার ব্যবস্থা করতে পারবেন না, তাদেরকে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী ১৭ জানুয়ারির মধ্যে সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোনও বিভাগ চাইলে শুরু করতে পারবে। যেহেতু চলতি বছরের মার্চ মাসে ক্যাম্পাস বন্ধ হয়ে যায, সেহেতু অবশিষ্ট শিক্ষা কার্যক্রম অনলাইনেই শেষ হয়েছে। এছাড়া চুড়ান্ত পরীক্ষা ব্যতীত ক্লাসের উপস্থিতি, অন্যান্য পরীক্ষা টার্মটেস্ট, অ্যাসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ইতোমধ্যে শেষ করা হয়েছে। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সেজন্য তাদের সুবিধা-অসুবিধাগুলো আমরা দেখবো।’ 

আবাসিক হল খোলা রাখার বিষয়ে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারি নির্দেশনা অনুসারে পরীক্ষার সময়গুলোতে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার বিষয়ে যদি কারো বিশেষ সমস্যা থাকে, তাহলে নিজ নিজ বিভাগে যোগাযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, বিভাগ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না