X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তিন দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১৩:৪৭আপডেট : ০৩ জুন ২০২১, ১৩:৫৭

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ ৩ দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। তাদের অন্য দুটি দাবি হল, সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম’র পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে এগারোটায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের মার্চের ১৭ তারিখ কোনও পরিকল্পনা ছাড়াই কলেজ ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধের ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে কোনও রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনও পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে। অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট, ডিভাইস সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি। এমতাবস্থায় ক্যাম্পাসগুলো বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত, মার্কেট, গার্মেন্টস সব খোলা রাখা হয়েছে সেখানে করোনার অজুহাতে কলেজ বন্ধ রাখা অযৌক্তিক।’

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান

তারা আরও বলেন, ‘‘ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বেশিরভাগ শিক্ষার্থীরা ঢাকার বাইরে থেকে এসে পড়াশুনা করে। হলে, মেসে, সাবলেটে বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালিয়ে অনেক সময় পরিবারকেও আর্থিক সহযোগিতা করে তাদের টিকে থাকতে হয়। করোনাকালীন সময়ে টিউশন হারিয়ে এক অনিশ্চিত জীবনযাপন করছে তারা। এমতাবস্থায় শুধু পরীক্ষার জন্য ঢাকায় এসে থাকা তাদের জন্য ‘গোঁদের ওপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়াবে। অন্যদিকে প্রস্তুতির পর্যাপ্ত সময় না দিয়ে, হল ক্যাম্পাস খুলে না দিয়ে তড়িঘড়ি করে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা আরেক নতুন সংকটে পড়বে। প্রস্তুতির সময় না দিলে ফলাফল বিপর্যয় আর হল ক্যাম্পাস খুলে না দিলে থাকার সংকটে পড়বে এখানকার শিক্ষার্থীরা। ফলে এসকল সংকট বিবেচনায় আমাদের নিম্নোক্ত দাবি মেনে নিয়ে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করা হোক।’’

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান

এসময় ঢাবি মুক্তি ও গণতন্ত্র তোরণের দিক থেকে যাওয়ার পথে গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয় এবং নিউমার্কেট থেকে আজিমপুরে দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে।

ছবি: নাসিরুল ইসলাম

/এনএইচ/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা