X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শাবিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

শাবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২২:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:২৯

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীদের বাংলাদেশে আর ভাঙন চাই না, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন, ধর্ম যার যার বাংলাদেশ সবার, আমরা ন্যায়বিচার চাই, বিভাজন ষড়যন্ত্র বন্ধ করো, করতে হবে, আমরা হিন্দু-মুসলিম যেমন সত্য তার চেয়ে বড় সত্য বাঙালি। আসুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। 

মানববন্ধনে অংশ নেওয়া শাবির গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সে নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা যে বিভাজনের সৃষ্টি করেছে, তার চূড়ান্ত রূপ ইসলাম ধর্মকে অবমাননার চক্রান্ত। তার রেশ ধরে কয়েকদিন দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করা হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ।  

এ সময় শিক্ষকদের পক্ষে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান বলেন, কোনও ধর্মই সহিংসতা, সাম্প্রদায়িকতা সমর্থন করে না। একটি স্বার্থন্বেষী মহল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। সাম্প্রদায়িকতা রুখতে এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। 

এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বলসহ শিক্ষক ও কর্মকর্তা।

এ ছাড়া বিকাল ৩টায় শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। কোথাও যেন এমন ঘটনা না ঘটে। আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক হামলা করছে তাদের নির্মূল না করা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শাবিপ্রবি ছাত্রলীগ কাজ করে যাবে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলায় বিএমএ’র প্রতিবাদ
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার