X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুবিতে শিক্ষক নিয়োগের খাতা যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ

কুবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২১, ১৬:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলেছেন এক চাকরিপ্রার্থী। মেরিয়া নুসরাত সরকার নামে ওই প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একমাত্র স্বর্ণপদকজয়ী শিক্ষার্থী।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে উপাচার্যের দফতর।

অভিযোগপত্রে চাকরিপ্রার্থী লিখেছেন, ‌‘আমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল। কিন্তু আমাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। আপনি জেনে অবাক হবেন যে, লিখিত পরীক্ষার পর কয়েকজন প্রার্থী মাত্র দুটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলে আমাকে জানান। অথচ তারাও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।’

আবেদনে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, পরীক্ষা যথেষ্ট ভালো দেওয়ার পরও আমার খাতা ইচ্ছাকৃতভাবে যথাযথ মূল্যায়ন করা হয়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, কুবির ইংরেজি বিভাগের ওই ছাত্রী প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ইংরেজি বিভাগ থেকে প্রথম এবং একমাত্র স্বর্ণপদকজয়ী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছয় বছর ধরে তিনি শিক্ষক হিসেবে কর্মরত। এ ছাড়া তার একাধিক মৌলিক প্রকাশনা রয়েছে।’

এদিকে, স্বর্ণপদকজয়ী একজন শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ দেখানোর কারণে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। আমরা তাকে শ্রেষ্ঠত্বের খেতাব দিয়েছি। আবার আমরাই তাকে লিখিত পরীক্ষায় বাতিল ঘোষণা করেছি। এর মতো লজ্জাজনক কর্মকাণ্ড আর কিছু হতে পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী অধ্যাপক পদের একজন শিক্ষক এ বিষয়ে বলেন, দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকেও কোনও শিক্ষকের আত্মীয়তার সূত্রে নিয়োগ পেয়েছে এমন শিক্ষকও তো আমাদের মধ্যে রয়েছেন। যে শিক্ষার্থী অভিযোগ তুলেছেন, তিনি স্বর্ণপদকজয়ী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তাহলে তাকে লিখিত থেকে বাদ দেওয়ার বিষয়টি চক্রান্ত ছাড়া কিছুই হতে পারে না। এরকম চলতে থাকলে শিক্ষার্থীরা শিক্ষকতার প্রতি আগ্রহ হারাবে।

এ বিষয়ে ইংরেজি বিভাগের প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, লিখিত পরীক্ষার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। এগুলো গোপনীয় বিষয়। আমি কিছু বলতে চাই না।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুল করীম বলেন, লিখিত যে পরীক্ষা হয়েছে, ওই খাতা তো কোডিং পদ্ধতিতে হয়েছে। কারও নাম, রোল নম্বর দিয়ে হয়নি। এ জন্য বিষয়টিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।

এ ব্যাপারে কুবি উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির বলেন, লিখিত পরীক্ষায় কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হয়, তা ব্যাখ্যা করে ওই চাকরিপ্রার্থীকে বোঝানো হবে। এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা ঠিক না।

/এএম/
সম্পর্কিত
পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, যেভাবে আবেদন করবেন
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ