X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে হুমকি দেওয়া ইবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১০:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের এক কর্মকর্তার বিরুদ্ধে আবাসিক এক শিক্ষার্থীকে মারধরের হুমকি এবং তার সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষকে লিখিত অভিযোগ জানায় ভুক্তভোগী শিক্ষার্থী। পরে শনিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। 

এদিকে তদন্ত কমিটি যাতে অভিযুক্ত কর্মকর্তার পক্ষে প্রতিবেদন জমা দেয়, সে জন্য তদবির চলছে বলে অভিযোগ উঠেছে। 

আবাসিক শিক্ষার্থীরা জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের শাখা কর্মকর্তা সুজল কুমার অধিকারী বিরুদ্ধে হলের আবাসিক শিক্ষার্থী রিপন রায়কে থাপ্পড় মারার হুমকি ও অসদাচরণের অভিযোগ উঠে। এ ঘটনায় রিপন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পরপরই বিভিন্ন মাধ্যমে অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে অভিযুক্ত কর্মকর্তা চাপ প্রয়োগ করে আসছেন বলে জানা গেছে।

এছাড়া শনিবার সকাল ১০টার দিকে সুজলের পক্ষে হলের কয়েকজন শিক্ষার্থী প্রভোস্ট বরাবর লিখিত দিয়েছেন বলে জানা গেছে। তবে হল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি বলে জানা গেছে। 

প্রভোস্ট প্রফেসর ড. রবিউল ইসলাম বলেন, এ বিষয়টি আমরা আমলে নিচ্ছি না। আমরা মূল অভিযোগের তদন্ত করে আসল কারণটা বের করতে চাই।

পরে রিপন রায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শেখ রাসেল হলে শনিবার বেলা ১১ টার দিকে একটি মিটিং হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, হলের প্রভোস্ট প্রফেসর ড. রবিউল ইসলাম, অভিযুক্ত কর্মকর্তা সুজল কুমার অধিকারী, ভুক্তভোগী রিপন রায়সহ হলের হাউজ টিউটর ও অন্য আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিটিং শেষে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহেদ আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর সারওয়ার, ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ প্রসুন সরকার।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তকালীন হলের ছাত্র সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্ব থেকে অভিযুক্ত সুজলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে হলের প্রভোস্ট প্রফেসর ড. রবিউল ইসলাম বলেন, আমরা অভিযোগকারী ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের কথা শুনেছি। বিষয়টি যেন একটি সুন্দর পরিণতির দিকে যায় তাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম। সবার সঙ্গে কথা হয়েছে। হল প্রভোস্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ