X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘ঘ-ইউনিট’  বাতিলের প্রতিবাদে আন্দোলনে নামবে অনুষদ

আবিদ হাসান
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ভর্তি প্রক্রিয়ায় ছয় ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তার মধ্যে বিভাগ পরিবর্তনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ-ইউনিটে’ ভর্তি পরীক্ষা নেওয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ২০২১-২২ সেশন থেকে এই ইউনিট বাতিল করে কলা অনুষদের সাথে ‘খ-ইউনিট’ সমন্বিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এজন্য কলা অনুষদের ডীন অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব কমিটি করা হয়েছে।

তবে সামাজিক বিজ্ঞান অনুষদের অভিযোগ তাদের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামবেন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এজন্য নীল দল ও সাদা দলের সমন্বয়ে একটি প্রস্তাবিত কমিটি করা হয়েছে। কমিটির নামকরণ করা হয়েছে ‘ঘ-ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’।

রবিবার (১৩ফেব্রুয়ারি) এ কমিটির সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘আমরা প্রতিবাদ শুরু করেছি। একটি প্রস্তাবিত সর্বদলীয় আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, তা খুবই অগণতান্ত্রিক এবং প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের স্বার্থ বিবেচনা করা হয়নি। যার ফলে এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করে।’

প্রস্তাবিত কমিটির আহবায়ক ও সামাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন বলেন জানান, এবিষয়ে নীল দল ও সাদা দলের আহ্বায়কের সাথে আলোচনা হয়েছে। কমিটি মোটামুটি চুড়ান্ত। অনুষদের ১৬টি বিভাগের ব্যাচ প্রতিনিধিদের নিয়ে মেসেঞ্জার ও হোয়াইটস অ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তবে অনেকে এখনো বিভিন্ন কারণে এড হতে পারেনি। তারা খুব শীঘ্রই এড হয়ে যাবে। সকল বিভাগের চেয়ারম্যান ও ব্যাচ প্রতিনিধিদের নিয়ে খুব শিগগিরই মিটিং হবে।

এসময় তিনি আরও জানান, এই কমিটির নেতৃত্বে সুস্থ পরিবেশে একটি একাডেমিক আন্দোলন হবে। আন্দোলনের অংশ হিসেবে উপাচার্য, উপ-উপাচার্য(শিক্ষা) ও ভর্তি কমিটির বরাবর স্মারকলিপি দেয়া হবে। একাডেমিক কাউন্সিলের সভায় গিয়ে দাবির বিষয়টি জানানো হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের মতামত উপেক্ষার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিদ্ধান্ত। কোনও স্পেসিফিক বিভাগ, ইনস্টিটিউট বা অনুষদের সিদ্ধান্ত নয়।’

এ প্রস্তাবিত কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার), শান্তি ও সংঘর্ষ বিভাগ, নীল দলের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক। সাদা দল আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ বিভাগ, সহ-সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ কুমার কুণ্ডু, সমাজবিজ্ঞান বিভাগ।

/জেজে/
সম্পর্কিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
অ্যাকাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টারপ্ল্যান’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা