X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ছাত্র ফ্রন্টের

ঢাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০২

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় সংগঠনটি। একইসঙ্গে ‘ঘ’ ইউনিট বহাল রাখার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে খোলা চিঠি দেয় সংগঠনটি।

খোলা চিঠিটি পাঠ করেন, ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ। এসময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তর্মা,

সহ-সভাপতি সাদিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক।

খোলা চিঠিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর ডিন কমিটির সভায় 'ঘ' ইউনিটের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ভর্তি কমিটির সভায় সেই সিদ্ধান্তকেই অনুমোদন দেওয়া হয়। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। সংবাদপত্র মারফত আমরা জানতে পেরেছি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি অ্যাকাডেমিক কমিটির মতামতের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত ৮ নভেম্বর ২০২০ তারিখে ডিন কমিটি তাদের এক সভার একদম শেষের দিকে নির্ধারিত এজেন্ডার বাইরে হঠাৎ করে 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিলের বিষয়কে আলোচনায় নিয়ে আসে। সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন সেই আলোচনায় দ্বিমত প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ২৩ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির সভায় এজেন্ডার বাইরে আবারও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়।

এরপর ২০২১ সালের ৯ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের এক সভায় উপস্থিত ১৬টি বিভাগের অ্যাকাডেমিক কমিটিগুলোর সম্মতিতে 'ঘ' ইউনিট তুলে না দেওয়ার পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার প্রতিবেদন অ্যাকাডেমিক কাউন্সিলে পাঠানো হয়। তারপরও সাধারণ ভর্তি কমিটির সভায় 'ঘ' ইউনিট বাতিল করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট অ্যাকাডেমিক কমিটিগুলোর। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে 'ঘ' ইউনিট বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অধ্যাদেশ পরিপন্থী।

ঢাবি প্রশাসন শিক্ষা সংকোচন নীতির দিকে এগোচ্ছে উল্লেখ করে এতে আরও বলা হয়, 'ঘ’ ইউনিট বাতিলের ফলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এর আগে একজন বিজ্ঞান/মানবিক/বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তার নিজ ইউনিটের সঙ্গে  ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো। নিজ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা 'ঘ' ইউনিটের মাধ্যমে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো। এই সুযোগটা এখন আর থাকছে না। আগে থেকেই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকা ও প্রায় ১ হাজার ৪০টি আসন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের কারণে বলা যাচ্ছে যে 'ঘ' ইউনিট বাতিল হলে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সংকুচিত হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ধীরে ধীরে শিক্ষা সংকোচন নীতির দিকে এগোচ্ছে।

এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের দুর্দশার কথা না ভেবে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‘ঘ’ ইউনিট বাতিল করার পর শিক্ষার্থীরা কীভাবে নিজেদের স্ব স্ব বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগের সাবজেক্টে ভর্তি হবে, সে বিষয়ে কোনও সুস্পষ্ট নির্দেশনা এখনও প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। উপরিউক্ত কারণগুলো বিবেচনা করে আমরা প্রশাসনের 'ঘ' ইউনিট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে এই ইউনিট বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ