X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রদলকে প্রতিহত করেছে সাধারণ শিক্ষার্থীরা: সাদ্দাম হোসেন

ঢাবি প্রতিনিধি
২৪ মে ২০২২, ১৮:১২আপডেট : ২৪ মে ২০২২, ১৮:১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে এবং ছাত্রলীগ তাদের সঙ্গে সংহতি জানিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

তিনি বলেন, রাজাকারদের পাশে থাকার কারণে, সন্ত্রাসের ভাষায় রাজনীতি করার কারণে এতদিন তারা (ছাত্রদল) ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। নতুন করে তারা আবার পায়তারা করলে আবারও ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত। তাদের হামলায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে এবং তারাই ছাত্রদলকে প্রতিহত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে।

মঙ্গলবার (২৪মে) দুপুর ২টায় ঢাবি সাংবাদিক সমিতিতে এলে সাংবাদিকরা ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদল রাজাকার, সন্ত্রাসী এবং খুনিদের পৃষ্ঠপোষক। সাম্প্রতিককালে তাদের সংগঠনের ভাষা হলো সন্ত্রাসের ভাষা। তারা রীতিমতো কিলিং মিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে। অস্থিতিশীলতা তৈরি করে ছাত্রদের লাশের উপর ভিত্তি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তারা এখানে এসেছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের ক্যাডাররা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে। তাদের বেশিরভাগই অছাত্র, বেশিরভাগই চিহ্নিত ছাত্রশিবিরের ক্যাডার। তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে।’

ক্যাম্পাসে ছাত্রলীগের অনেককে লাঠিসোটা বা রড নিয়ে দেখা গিয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে, ছাত্রলীগের পক্ষ থেকে কোনও নির্দেশনা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এটার কোনও প্রশ্নই আসে না। আমরা সরাসরি দেখেছি যে, ছাত্রদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্যাম্পাসে এসেছে। আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করার অধিকার রয়েছে। সে জায়গা থেকে আমরা স্লোগান দিয়েছি, শান্তিপূর্ণ ক্যাম্পাসের কথা বলেছি। অস্ত্র ধারণ করা ছাত্রদলের চরিত্র। এটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড নয়।

ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, ছাত্রদলের নেতাকর্মীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেন বলেন, তারা মূলত তাদের সন্ত্রাসী চরিত্র আড়াল করার জন্য এই বক্তব্য দিচ্ছে। আমরা দেখেছি তাদের মিছিলে কোনও সাধারণ শিক্ষার্থী থাকে না।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা