X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত, যুবলীগ নেতা আটক

চবি প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৭:৪১আপডেট : ০১ জুন ২০২২, ১৭:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে সংগঠনটির একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। বুধবার (১ জুন) ভোর থেকে অবরোধ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে অবরোধ স্থগিত করেন তারা।

এদিকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদের মৌখিক অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা হানিফকে আটক করা হয়েছে।’

অবরোধ স্থগিতের বিষয়ে হামলার শিকার শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। তবে ৭২ ঘণ্টার মধ্যে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা আবার আন্দোলনে যাবো।’

আরও পড়ুন: চবি ছাত্রলীগের ২ নেতাকে মারধর, অবরোধে অচল ক্যাম্পাস

হামলার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রাত ৩টার তিকে মোটরসাইকেলে ক্যাম্পাসে ফিরছিলাম। আমার পেছনে বসা ছিল রাশেদ হাসান। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা ফতেপুর গ্রামের মদন শাহ মাজারের সামনে স্পিডব্রেকার থাকায় গতি কমিয়ে দিই। এ সময় হঠাৎ বাম পাশ থেকে কে যেন আমাকে পাইপ দিয়ে আঘাত করে। মাথা সরিয়ে নিলে চোখে আঘাত লাগে। পরে আমাদের দুই জনকেই মারধর করে স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ ও তার অনুসারীরা।’

তিনি আরও বলেন, ‘ইভটিজিং করার সময় বাধা দেওয়ায় হানিফের ছোট ভাই এক ছাত্রলীগ কর্মীকে মারধর করে। পরে আরেক ছাত্রলীগ কর্মীকেও মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করেন। তখন থেকেই বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে ভীতি প্রদর্শন করছিলেন হানিফ।’

এদিকে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের টানা কয়েক ঘণ্টার অবরোধে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যাহত হয় ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা। ক্যাম্পাস থেকে কোনও বাস বের হতে পারেনি। ফলে শহর থেকে কোনও শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীও ক্যাম্পাসে আসতে পারেননি। এমনকি ক্যাম্পাসের অভ্যন্তরেও বিভিন্ন স্পটে গাছের গুঁড়ি ফেলে রাখাসহ আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সবমিলে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকেই দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে এসে ফিরে যান।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন ছিল। এ কারণে সকালে ক্যাম্পাসে আসি। কিন্তু এসে দেখি কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্লাস স্থগিত করা হয়েছে। এখন বাসায় ফিরে যাচ্ছি।’

এদিকে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হলেও শাটল ট্রেন বন্ধ রয়েছে। ষোলশহর স্টেশন মাস্টার বলেন, ‘এ ব্যাপারে আমরা কোনও নির্দেশনা পাইনি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় স্থিতিশীল থাক। এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক কিছু করার থাকে না। শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। আমরা সব পক্ষের সঙ্গে আলাপ করেছি। শাটল ট্রেনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই চালু হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া