ম্যাচ চলছিল জার্মানি ও জাপানের। কিন্তু সেখানেও বিবাদে জড়িয়েছেন ব্রাজিল ও আর্জেন্টাইন সাপোর্টাররা। বুধবার (২৩ নভেম্বর) ওই ম্যাচে ২-১ গোলে জয় পায় এশিয়ার দলটি। এসময় আর্জেন্টিনাকে ‘হেয় করে’ করা এক মন্তব্যের জেরে ব্রাজিলের সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ব্রাজিল সমর্থিত এক যুবককে মারধর করেছেন কয়েকজন আর্জেন্টিনার সাপোর্টার।
মূলত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে ধরাশয়ী হয় ব্রাজিল। আর এর পর থেকেই প্রায়শই এ নিয়ে পরিহাসের শিকার হন ব্রাজিল সমর্থকরা। জার্মানি হেরে যাওয়ায় সেই ক্ষোভ যেন কিছুটা প্রশমিত হয়েছে কট্টর ব্রাজিল সমর্থকদের। জানা গেছে, কবি নজরুল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ব্রাজিল সমর্থক মো. রাসেল জার্মানি হারার পর আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ করে বলেন, 'তোদের বাপ জার্মানি গেছে'। এ কথা শোনার পরেই আর্জেন্টিনার সমর্থক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ব্যাচের শিক্ষার্থী রাফি, সোহরাওয়ার্দী কলেজের ১৮-১৯ শিক্ষাবর্ষের সজীব ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাফসান রেগে গিয়ে ব্রাজিল সমর্থক রাসেলকে মারধর শুরু করে।
পরবর্তীতে বাহাদুর শাহ পার্কে দায়িত্বরত পুলিশ সদস্যরা ও উপস্থিত কয়েকজন মানুষ বিষয়টি ঘটনাস্থলেই মিমাংসা করে দেন।
উল্লেখ্য, কোন্দলে জড়ানো এই শিক্ষার্থীরা সবাই একই মেসের সদস্য।