X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবনকর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাজশাহী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খ্যাতনামা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবনকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এ সময় উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে। ১৯৭০ সালে যখন দুর্বোধ্য চিত্রকলার একটা জগৎ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে কিন্তু চিত্রশিল্পী শাহাবুদ্দিন গাঁটছড়া বাঁধেননি। তিনি নিজের একটি চিত্রজগত সৃষ্টি করেছেন। তার জীবনটাই এক বিশাল ক্যানভাস।’

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে এই চিত্রপ্রদর্শনী চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবনকর্মের বিভিন্ন সময়ের অর্ধশতাধিক আলোকচিত্র প্রদর্শিত হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপেরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, এমন বড় মাপের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে রাজশাহীতে এনে সংবর্ধনা দিতে পারলাম। আমি রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের নামে একটি আর্ট গ্যালারি করতে চেয়েছি। তবে শিক্ষার্থীদের উপকারের কথা চিন্তা করে ক্যাম্পাসেই এই গ্যালারি নির্মাণের কথা জানানো হয়। যেহেতু বিশ্ববিদ্যালয়ে প্রচুর জায়গা আছে। তারা যদি একটি সুন্দর জায়গা নির্ধারণ করে দেন, তাহলে আগামী তিন মাসের মধ্যে এই গ্যালারির ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হবে।’

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘নবীন চিত্রশিল্পীদের ছবি আঁকা শেখার জন্য ভালো শিল্পী বাছাই করতে হবে। এজন্য সাধনাও করতে হবে। অনেকে শিল্প নিয়ে সুন্দর কথা বলতে পারলেও ভালো কাজ করতে পারেন না। একেকজন একেক ক্ষেত্রে দক্ষ। এজন্য আমি যতবার শিল্পকর্ম নিয়ে বলতে যাচ্ছি, ততবারই পিছিয়ে যাচ্ছি, যেন আমি কিছুই জানি না। আমি মেঘনার তীরে বেড়ে ওঠা মানুষ। এজন্য আমার ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিতে পানি পানি ভাব আছে, আর রক্তের ভাব আছে। কারণ না থাকলে তো যে কেউ মৃত।’

রাবির চারুকলা অনুষদের অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ন কবীর, কবির বিন আনোয়ারের স্ত্রী তৌফিকা আনোয়ার, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম ও আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গিতাংক দেবদীপ দত্ত, আইআরসি ও শিলালীপির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান সুমন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
৯ দাবিতে রাবি সংস্কার আন্দোলনের দিনব্যাপী অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে