X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

হলের সিট সংকট দূর করাসহ ৪ দফা দাবিতে জাবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

জাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ০১:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০১:২৭

হলের সিট সংকট দূর করাসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় উপাচার্যের কক্ষে গিয়ে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপির দাবিগুলো হলো, অবিলম্বে নতুন হলগুলো চালু করে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করে ক্লাস শুরু করা, অবৈধ শিক্ষার্থীদের বের করতে কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করা, গেস্টরুম ও র‌্যাগিং সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং শেখ রাসেল ও ফজিলাতুন্নেছা হলের গ্যাস লাইন চালুসহ নতুন যে হলগুলো চালু করা হবে সেগুলোতে গ্যাসের সুবিধা নিশ্চিত করে চালু করা।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিক অবস্থা পুনর্প্রতিষ্ঠার জন্য নতুন করে ছয়টি হল নির্মাণ করা হয়েছে। দুইটি হল অপূর্ণাঙ্গভাবে চালু করা হলেও বাকিগুলো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নতুন হলগুলোতে নেই গ্যাস সংযোগ ও পর্যাপ্ত লোকবল। শিক্ষার্থীদের খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত গ্যাস সংযোগের ব্যবস্থা করতে না পারাটা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আবাসিক হলগুলোতে ছাত্রত্ব শেষ হওয়া অসংখ্য অছাত্র অবস্থান করছে। ফলে সিট সংকট ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এতে আরও বলা হয়, গেস্টরুম ও র‍্যাগিং নামক অপসংস্কৃতি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। অনেক আশা আর স্বপ্ন নিয়ে হলে ওঠা একজন নতুন শিক্ষার্থীর কাছে এ সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয়কে নরক সমান মনে হয়। ফলে শুরুতেই তাদের সকল আশা হতাশায় পরিণত হয়। গেস্টরুমে নির্যাতন কিংবা র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগের ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় উঠে এসেছে।

স্মারকলিপি দেওয়ার সময় জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য অধ্যাপক নূরুল আলম স্মারকলিপিতে উল্লেখিত দাবি দ্রুততম সময়ের মধ্যে পূরণ করার আশ্বাস দেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়ন নেতারা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো