X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাবির কোনও সংগঠন নয়: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ২১:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৪১

এনসিটিবি’র সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এই হামলায় অভিযুক্ত ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও সংগঠন নয় এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও সংগঠন নয় এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই। হামলার সঙ্গে জড়িত ওই সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শান্তিমূলক ব্যবস্থা নেবে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়-বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, এরইমধ্যে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকালের হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রার কর্মসূচি দিয়েছিল বামপন্থি ছাত্র সংগঠনগুলো। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ প্রসঙ্গ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে শিক্ষার্থীরা পুলিশের হামলার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ এরও তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।

১৫ এবং ১৬ তারিখে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানানো হয়।

/ইউএস/
সম্পর্কিত
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০
ঢাবিতে সম্মিলিত কণ্ঠে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি