X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন আয়োজন ইউল্যাবে

ক্যাম্পাস রিপোর্ট
১৭ মে ২০২০, ১৪:৫৭আপডেট : ১৭ মে ২০২০, ১৫:০১
image

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দৈনন্দিন-ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব পড়ছে। এই প্রভাব থেকে কীভাবে মুক্তি পেতে হবে তা নিয়ে অনলাইনভিত্তিক শারিরীক এবং মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ‘মায়া’র সাথে যৌথভাবে একটি বিশেষ সেশনের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস। 

করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক  অনলাইন আয়োজন ইউল্যাবে

করোনাভাইরাসের প্রভাবে এই বন্দী জীবনে প্রতিনিয়তই সবার মানসিক চিন্তার পরিবর্তন ঘটছে। এই  মানসিক চিন্তার পরিবর্তনকে একজন শিক্ষার্থী কীভাবে সামলাবেন এবং মানসিকভাবে ভালো থাকবেন তা নিয়েই কথা বলেছেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক এবং মানসিক স্বাস্থ্যকর্মী রাদ আহমেদ। 

আলোচনায় বক্তারা বলেন এই দুর্যোগে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর প্রাদুর্ভাব থেকে বাঁচতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং স্যোসাল মিডিয়ার নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জেনে নিজেকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা যদি শুধু করোনাভাইরাস নিয়েই পড়ে থাকি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেন অভিজ্ঞ এই সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর এবং তার সহকর্মী । দুর্যোগে নিজেকে সর্বোচ্চ ভাবে মানিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা।  

এই আয়োজনেরই ধারাবাহিকতায় ইউল্যাব এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস মায়ার সাথে যৌথভাবে ‘হাউ টু রিলাক্স’  শিরোনামে একটি ফেসবুক লাইভ সেশনের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক ও মেন্টাল হেলথ কাউন্সেলর নাদিয়া বিনতে আলম। 

 এই আয়োজন নিয়ে জানতে চাইলে ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান রুপা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন বর্তমান এই দুর্যোগে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকে সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউল্যাব কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শুধু ইউল্যাবের শিক্ষার্থীদের জন্য নয়, অনলাইনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে ইউল্যাব দেশের সকল শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্য সংগ্রহ এবং আলোচনার ক্ষেত্রটি উন্মুক্ত করে দিয়েছে যেন দেশের সকল শিক্ষার্থী এই প্রাদুর্ভাবে কোনওভাবেই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে।’  ইউল্যাব ভবিষ্যতেও মানসিক স্বাস্থ্য বিষয়ক সময়োপযোগী বিভিন্ন বিষয়ভিত্তিক এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!