X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন আয়োজন ইউল্যাবে

ক্যাম্পাস রিপোর্ট
১৭ মে ২০২০, ১৪:৫৭আপডেট : ১৭ মে ২০২০, ১৫:০১
image

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দৈনন্দিন-ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব পড়ছে। এই প্রভাব থেকে কীভাবে মুক্তি পেতে হবে তা নিয়ে অনলাইনভিত্তিক শারিরীক এবং মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ‘মায়া’র সাথে যৌথভাবে একটি বিশেষ সেশনের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস। 

করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক  অনলাইন আয়োজন ইউল্যাবে

করোনাভাইরাসের প্রভাবে এই বন্দী জীবনে প্রতিনিয়তই সবার মানসিক চিন্তার পরিবর্তন ঘটছে। এই  মানসিক চিন্তার পরিবর্তনকে একজন শিক্ষার্থী কীভাবে সামলাবেন এবং মানসিকভাবে ভালো থাকবেন তা নিয়েই কথা বলেছেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক এবং মানসিক স্বাস্থ্যকর্মী রাদ আহমেদ। 

আলোচনায় বক্তারা বলেন এই দুর্যোগে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর প্রাদুর্ভাব থেকে বাঁচতে প্রিন্ট, ইলেকট্রনিক এবং স্যোসাল মিডিয়ার নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জেনে নিজেকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা যদি শুধু করোনাভাইরাস নিয়েই পড়ে থাকি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেন অভিজ্ঞ এই সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর এবং তার সহকর্মী । দুর্যোগে নিজেকে সর্বোচ্চ ভাবে মানিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা।  

এই আয়োজনেরই ধারাবাহিকতায় ইউল্যাব এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস মায়ার সাথে যৌথভাবে ‘হাউ টু রিলাক্স’  শিরোনামে একটি ফেসবুক লাইভ সেশনের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক ও মেন্টাল হেলথ কাউন্সেলর নাদিয়া বিনতে আলম। 

 এই আয়োজন নিয়ে জানতে চাইলে ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান রুপা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন বর্তমান এই দুর্যোগে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকে সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইউল্যাব কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শুধু ইউল্যাবের শিক্ষার্থীদের জন্য নয়, অনলাইনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে ইউল্যাব দেশের সকল শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্য সংগ্রহ এবং আলোচনার ক্ষেত্রটি উন্মুক্ত করে দিয়েছে যেন দেশের সকল শিক্ষার্থী এই প্রাদুর্ভাবে কোনওভাবেই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে।’  ইউল্যাব ভবিষ্যতেও মানসিক স্বাস্থ্য বিষয়ক সময়োপযোগী বিভিন্ন বিষয়ভিত্তিক এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!