X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের

ঢাবি প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২০:০০আপডেট : ২৯ জুন ২০২০, ২০:০৬

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের ডাকসু সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকত টানা ১০০ দিন অসহায় মানুষদের মধ্যে রান্না করে খাবার বিতরণ করেছেন। তার এই কাজ সারাদেশের ছাত্রলীগ কর্মীদের জন্য অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
সোমবার (২৯ জুন) দুপুরে অনলাইন মাধ্যমে সৈকতের কর্মীসূচিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে টিএসসিতে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের সৈকত যেভাবে সহায়তা করেছে, তা সারা দেশে ছাত্রলীগ তরুণদের জন্য অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে।'
তিনি বলেন, আজকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা বলা হয়, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের ঘর নেই, যারা ভাসমান, যারা এই শহরে খোলা আকাশের নিচে বাস করে, যারা এই শহরের ফুটপাতে বাস করে রেলওয়েতে বাস করে। এই ভাসমান মানুষদের জন্য ছাত্রলীগের তরুণরা এগিয়ে আসবে। এসব মানুষের কোনও তালিকা নেই এদের তালিকা আপনাদেরকে তৈরি করতে হবে। ১০০ দিন কর্মসূচি শেষ হওয়ার পরেও আপনারা নতুন কর্মসূচি নেবেন। এই কাজে আমি নিজেও সহযোগিতা করবো।

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য তানভীর হাসান সৈকত একাই প্রথম এ কর্মসূচি শুরু করেন৷ পরে রাজনীতিবিদ,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ তাকে আর্থিক সহযোগিতা করেছে৷ এ কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন৷ এ কর্মসূচির ১০০তম দিন শেষ হবে মঙ্গলবার (৩০জুন)। সোমবার ৯৯তম দিনে একটি সংবাদ সম্মেলন করেন সৈকত৷ তিনি জানান, অসহায় মানুষদের জন্য তার কর্মসূচি এখানে শেষ নয়, আরও ভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার৷ এজন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে আরও সহযোগিতার আশ্বাস পেয়েছে বলে জানান তিনি৷

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী