X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ, আনুষ্ঠানিক পত্র হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৭:৩৯আপডেট : ১২ মে ২০১৬, ১৭:৫৫

রাষ্ট্রদূত সুজা আলম নিজামী ইস্যুতে পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে ফের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে তাকে তলব করে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্রও হস্তান্তর করা হয়।
তলবের পর বৃহস্পতিবার বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমানের সঙ্গে ১০ মিনিট বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সুজা আলম দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে যে বিষয়ে আলোচনা হয়েছে, তা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের জানাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা কড়া ভাষায় প্রতিবাদ করেছি। নিজামীর ফাঁসি ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং তাদের জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি রাষ্ট্রদূতকে বলেছি সে যেন তার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়েও কর্তৃপক্ষকে জানান।
রাষ্ট্রদূত সুজা আলম আমাকে নিশ্চিত করেছেন বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন উল্লেখ করে সচিব বলেন, আপনারা দেখেছেন পাকিস্তানের রাষ্ট্রদূতকে আমরা পরপর দুইবার ডেকে পাঠালাম।

এর আগে, নিজামীর বিচার নিয়ে পাকিস্তানের নাক গলানোর কারণে গত ৯ মে তাকে তলব করা হয়েছিল। সেই নিজামী ইস্যু নিয়ে আবারও প্রতিবাদ জানাতেই তাকে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, গত ৫ মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাকিস্তান উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রকাশ করে। নিজামীর ফাঁসির পরও এর নিন্দা ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া পাকিস্তানের জাতীয় সংসদ বুধবার সর্বসম্মত সিদ্ধান্ত প্রস্তাবে নিজামির ফাঁসির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রানা তানভির হোসেন এ প্রস্তাবটি উত্থাপন করেন। সিদ্ধান্ত প্রস্তাবে বিচারিক প্রক্রিয়াকে আইন, বিচার ও মানবাধিকার পরিপন্থি হিসাবে অভিহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এরও প্রতিবাদ জানিয়েছে।

অন্যদিকে, ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাজমুল হুদাকে তলব করেছে পাকিস্তান। বৃহস্পতিবার তাকে তলব করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার বিভাগের মহাপরিচালক মো. ফয়সাল। এই তলবের পাল্টা হিসেবেই বৃহস্পতিবার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন: ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব
/এসএসজেড/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির