X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নিহত এসি রবিউল স্বজনদের প্রাণের রবি কামরুল

উদিসা ইসলাম
০২ জুলাই ২০১৬, ০৪:২৪আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৪:৩০





নূর সিদ্দিকীর স্ট্যাটাস গুলশান জোনের এসি রবিউল নিহতের ঘটনার পর ফেসবুক খুলে খুঁজে পাওয়া যায় ভিন্ন রবিউলকে। যিনি কেবল একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাই নন, বেছে নিয়েছিলেন গ্রামে প্রতিবন্ধীদের জন্য একটি অন্য জীবন উপহার দেওয়ার স্বপ্নও।
নাম রবিউল করিম। ডাক নাম কামরুল। বন্ধুদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন এবং পরিকল্পনায় কমতি ছিল না। আড্ডা আর পরিকল্পনার ফাঁকে কখন তার নাম হয়ে গেছে রবি কামরুল তা নিজেও টের পাননি। আর সেই নামেই তার ফেসবুক একাউন্ট। তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু সাংবাদিক নূর সিদ্দিক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবিউল ৩০তম ব্যাচের ছাত্র। বিসিএসও সে ৩০তম ব্যাচের। রবিউল আমার বন্ধু। আমার ভাই। আমিই নাম দিয়েছিলাম রবি কামরুল। এই নামেই সে বিশ্ববিদ্যলয়ে পরিচিত ছিল।
রবিউলের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় কী প্রাণপণ চেষ্টায় তিনি এলাকায় গড়ে তুলেছেন প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল। মানিকগঞ্জের কাটিগ্রামে জন্মানো এই পুলিশ কর্মকর্তা ওখানেই গড়ে তুলেছেন স্কুলটি। শেষ কয়েকটি স্ট্যাটাস এই স্কুলকে ঘিরেই, স্কুলের বাচ্চাদের সঙ্গে তোলা ছবি তিনি শেয়ার দিয়েছেন। ২৯ জুন তিনি একটি ফরম শেয়ার করেন, যেটি তার বিশেষায়িত স্কুল। এতকিছু করেন যে মানুষটি, ফেসবুক পেজে ব্যক্তির পরিচয় দিতে ইন্ট্রো নামের যে নতুন জায়গা দেওয়া হয়েছে, যেখানে নিজের সম্পর্কে লিখতে হয়, সেখানে একসারিতে অনেকগুলো জিজ্ঞাসাচিহ্ন দিয়ে রাখা। এই চিহ্নে ব্যাখ্যা যিনি দিতে পারতেন তিনি এখন না ফেরার দেশে। তিনি কি নিজেকে খুঁজছেন? এত কাজের মধ্যেও নিজেকে কোথাও খুঁজে পাননি।
এই অসামান্য মানুষটির নিহতের খবরে ভেঙে পড়েছেন তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু ও স্বজনরা। নূর সিদ্দিকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রতিবন্ধী শিশুদের জন্য তুই একটা স্কুল করেছিলি। ইটালির প্রবাস জীবন ছেড়ে দেশ সেবার ব্রত নিয়েছিলি। একবার কি ভেবেছিলি দেশটাই প্রতিবন্ধী?’
রবিউল শেষবারের মতো পুলিশ কমিশনারের বক্তব্যসহ প্রতিবেদন শেয়ার করেছিলেন তার ফেসবুকে। যেখানে জননিরাপত্তা বিধানে পুলিশ সবসময় আন্তরিকতার সঙ্গে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে এবং আসন্ন ঈদকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে জানিয়ে কমিশনার কোন ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘটনার দুইদিনের মধ্যে তাকে প্রাণ দিয়ে তা ভুল প্রমাণ করতে হবে, তা কে ভেবেছিল?

গীতা অধিকারীর শেয়ার করা সন্দীপন বসুর স্ট্যাটাস

আলতাফ শাহনেওয়াজ বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মরণ করে এখনও বিশ্বাস করতে পারছেন না সেই চিরচেনা রবিউল ভাই নেই। তিনি লিখেছেন, ‘গো‌য়েন্দা পু‌লি‌শের এসি র‌বিউল। মে‌নে নি‌তে পার‌ছি না তার মৃত্যু। আমরা তা‌কে চিনতাম র‌বি কামরুল না‌মে। জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ে বাংলায় প‌ড়ে‌ছেন। থাক‌তেন আল বেরুণী হ‌লে। আমি আর নূর সিদ্দিকী থাকতাম তার পা‌শের রু‌মে। তখন আমি ফাস্ট ইয়ার সে‌কেন্ড ইয়ার, নূর ভাই, নয়ন ভাই, অ‌নিক ভাই, রবি কামরুল ভাই, আড্ডায় কত রাত নির্ঘুম কে‌টে‌ছে আমা‌দের। এই মৃত্যু মান‌তে পার‌ছি না।’
সাংবাদিক সন্দীপন বসু লিখেছেন, ‘যে যতই গালি দিক না কেন জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে কিন্তু আমাদের পুলিশ বাহিনীসহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীই। ঘরে টিভি কিংবা কম্পিউটারের সামনে বসে উদ্বিগ্ন এই আমাদের জন্য প্রাণ দিয়েছেন ওসি সালাউদ্দিন এবং ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলাম। পুলিশ বাহিনীর সাহসী এ দুই কর্মকর্তার প্রতি শ্রদ্ধা। বাংলাদেশ তোমাদের ভুলবে না।’
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে