X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়লেন নিশা দেশাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ২০:৩৩আপডেট : ১২ জুলাই ২০১৬, ২০:৪৩

নিশা দেশাই বিসওয়াল দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে তার তিন দিনের সফর শেষে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রওনা হওয়ার আগে এক টুইট বার্তায় নিশা তার ঢাকা সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি টুইটে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী ধরনের সহযোগিতা দেবেন, তারও একটি সুনিদিষ্ট বর্ণনা দেন। নিশা দেশাইয়ের টুইট

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের বাসভবনে সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদকদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠক করেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা ও সহযোগিতা করার বিষয়ে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করতে রবিবার (১০ জুলাই) ঢাকায় আসেন।

নিশা ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর দু’জন উপদেষ্টা এবং কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে দেখা করেন। ঢাকায় অবস্থানকালে তিনি গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট পরিদর্শন করেন।

গত ১ জুলাই এই রেস্টুরেন্টে এক সন্ত্রাসী হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন লোক নিহত হয়। হলি আর্টিসান বেকারি চত্বরে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি বলেন, বাংলাদেশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ঢাকা সফরকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ম্যানপ্রিট আনন্দ তার সঙ্গে ছিলেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 
পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার 

গুলশান হামলা: খায়রুল ও উজ্জ্বল ছিল ‘আহলে হাদিস’র অনুসারী

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব