X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৫:৪২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১০:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) ‘জঙ্গি হামলাকারীরা দোজখের আগুনে পুড়বে এবং এতে কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যখন আলোর পথে যাত্রা শুরু করেছে, তখন জঙ্গিবাদের মাধ্যমে তাকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।  
জঙ্গি তৎপরতায় জড়িতদের বেশিরভাগ বাংলাদেশের নামিদামি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছাত্র এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান। ইংরেজি মাধ্যমে তাদের পড়াশোনা। জীবনের সব ধরনের আকাঙ্ক্ষাই তাদের পূর্ণ হয়ে থাকে। এরপরও কেন তারা জঙ্গিবাদের মতো জঘন্য কাজে নিজেদের জড়াচ্ছে, এ নিয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের ঘোষণা রয়েছে, কিছুতেই আমরা বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গীবাদের  স্থান হতে দেবো না।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা চাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিকভাবে উন্নত, সমৃদ্ধ দেশ। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দেশ দিয়ে গেছেন, আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে অর্থনৈতিক উন্নয়নের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে। তৃণমূল পর্যায় থেকে ব্যাপকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ আসছে। সবাই বিস্মিত, অল্প সময়ে বাংলাদেশ কিভাবে এতোখানি উন্নতি করেছে।

যখন বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি এমনই উজ্জ্বল, যখন আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি, ঠিক ওই সময়ে এসব ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত ও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা চলছে।

জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়ে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সন্তানদের দেখভালে অভিভাবকসহ সবাইকে আরও যত্নবান হতে হবে বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকালে খুলনা ও  বরিশাল বিভাগের প্রশাসন ও জনপ্রতিনিধিসিহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে দিনের দ্বিতীয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

/পিএইচসি/এইচকে/  

আরও পড়ুন: নারীদের ওপর বেশি নৃশংস ছিল হামলাকারীরা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানবাহিনীর সাবেক প্রধানের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিমানবাহিনীর সাবেক প্রধানের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের ৮ মে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের ৮ মে
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন
সর্বাধিক পঠিত
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?