X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

রিশার ঘাতক ওবায়দুলের ফাঁসির দাবিতে রাস্তায় শত শত শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৫


ওবায়দুলের দ্রুত ফাঁসির দাবিতে মানবন্ধন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী বখাটে ওবায়দুল খানের ফাঁসির দাবিতে স্কুলে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

ওবায়দুলের গ্রেফতারের পরে শিক্ষার্থীরা সব ধরনের কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিলেও বৃহস্পতিবার  বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজটির মাঠে ও প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি, রিশার ঘাতক ওবায়দুলকে দ্রুত বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ওবায়দুলের মতো আর কোনও বখাটে যেন আর কোনও মেয়ের জীবন নষ্ট না করতে পারে। এভাবে যেন আরও কারও জীবন চলে না যায়। ওবায়দুলের ফাঁসি দিয়ে সরকার এই দৃষ্টান্ত রাখবেন। এছাড়া ওবায়দুলকে গ্রেফতার করায় তারা পুলিশ প্রসাশনসহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

মানববন্ধন শেষে বেলা ১ টায় শিক্ষার্থী মুনতাসির সংবাদ সম্মেলনে বলেন, আমরা দ্রুত ওবায়দুলের ফাঁসি চাই। আগামী শুক্রবার দেশের সব মসজিদের জুম্মার নামাজ শেষে রিশার জন্য দোয়া মাহফিল হবে। এছাড়া আগামী শনিবার কলেজের সবাই রিশার কবর জিয়ারত করতে যাওয়া হবে।  ওবায়দুলের দ্রুত ফাঁসির দাবিতে মানবন্ধন

মানববন্ধনে অংশ নেওয়া রেহানা আক্তার শিল্পী নামের এক অভিভাবক বলেন, আর যেন রিশার মত কাউকে অকালে জীবন হারাতে না হয়। আমরা রিশার ঘাতকের ফাঁসি দাবি করছি। দ্রুত তার ফাঁসি দেওয়া হোক।

উল্লেখ্য, মাস ছয়েক আগে স্কুলের ড্রেস বানাতে রিশা মায়ের সঙ্গে গিয়েছিল দরজির কাছে। সেই দরজি ফোন নম্বর পেয়ে উত্ত্যক্ত করতো তাকে, পিছু নেয় তার। কিন্তু তার প্রেমের প্রস্তাবে রিশা সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত ওবায়দুল গত বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনেই ছুরিকাঘাত করে রিশাকে।

গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।

মৃত্যুর আগে রিশা বলে গেছে, ওই দরজি ওবায়দুলই ছুরি মেরেছে তাকে। পুলিশকেও সে এই জবানবন্দি দিয়েছে।

পরে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ ওবাইদুলকে নীলফামারী থেকে আটক করে। সেখানে ডোমারে একটি হোটেলে বসে নাস্তা খাচ্ছিলেন, এ সময় তাকে চিনতে পেরে স্থানীয় দুলাল হোসেন পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে ওবাইদুলকে আটক করে।

আরও পড়ুন- 

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ
সাথীর মাকে সৎ মা বানানোর অপপ্রচার চলছে!

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেরুর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন উপদেষ্টা পরিষদের
পেরুর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন উপদেষ্টা পরিষদের
টাকার বিনিময়ে অন্যের হয়ে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই জন আটক
টাকার বিনিময়ে অন্যের হয়ে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই জন আটক
রোনালদোর ছেলেকে স্কোয়াডে রাখলো পর্তুগাল
রোনালদোর ছেলেকে স্কোয়াডে রাখলো পর্তুগাল
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?