X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭

বিএনপির নতুন কমিটি থেকে আরও তিন নেতার পদত্যাগ বিএনপির নতুন কমিটি থেকে আরও তিনজন  নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এই তিনজন হলেন, উপদেষ্টা সাংবাদিক সঞ্জিব চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা এবং মানবাধিকার-বিষয়ক সহসম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান সঞ্জিব চৌধুরী। আর সোমবার দিবাগত রাতে পদত্যাগপত্র পাঠান শিরীন ও পাপিয়া। এর মধ্যে পাপিয়া উভয় পদ ও শিরীন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত  ও  শারীরিক  কারণ  দেখিয়ে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জিব চৌধুরী।

শিরীন সুলতানা জানান, এক  নেতার একাধিক পদ না থাকার বিষয়ে বিএনপির  সর্বোচ্চ  পর্যায়  থেকে সিদ্ধান্ত নেওয়ার পর মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিরীন সুলতানা বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ- নীতিতে আমি মহিলাদলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’

পাপিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে জানতে চেয়ে বিএনপির দফতরে যোগাযোগ করা হলে দুজন দায়িত্বশীল বিষয়টি জেনেছেন বলে জানান। তবে তারা নিজের পরিচয় প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি তারা।

এর আগে কমিটি ঘোষণার দিনই বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েও তা থেকে পদত্যাগ করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।এরপর পদত্যাগ করেন মাগুরা-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।   

/এসটিএস/এএ/

 

সম্পর্কিত
দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন: ডা. জাহিদ
খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে আবেগাপ্লুত নেতাকর্মীদের আসা ঠেকানো যায়নি
খালেদা জিয়ার দেশে ফেরা: পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
সৌদি আরবে পৌঁছেছেন ২৮৫৯৫ জন হজযাত্রী
সৌদি আরবে পৌঁছেছেন ২৮৫৯৫ জন হজযাত্রী
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?