X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭

বিএনপির নতুন কমিটি থেকে আরও তিন নেতার পদত্যাগ বিএনপির নতুন কমিটি থেকে আরও তিনজন  নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এই তিনজন হলেন, উপদেষ্টা সাংবাদিক সঞ্জিব চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা এবং মানবাধিকার-বিষয়ক সহসম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান সঞ্জিব চৌধুরী। আর সোমবার দিবাগত রাতে পদত্যাগপত্র পাঠান শিরীন ও পাপিয়া। এর মধ্যে পাপিয়া উভয় পদ ও শিরীন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত  ও  শারীরিক  কারণ  দেখিয়ে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জিব চৌধুরী।

শিরীন সুলতানা জানান, এক  নেতার একাধিক পদ না থাকার বিষয়ে বিএনপির  সর্বোচ্চ  পর্যায়  থেকে সিদ্ধান্ত নেওয়ার পর মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিরীন সুলতানা বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ- নীতিতে আমি মহিলাদলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’

পাপিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে জানতে চেয়ে বিএনপির দফতরে যোগাযোগ করা হলে দুজন দায়িত্বশীল বিষয়টি জেনেছেন বলে জানান। তবে তারা নিজের পরিচয় প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি তারা।

এর আগে কমিটি ঘোষণার দিনই বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েও তা থেকে পদত্যাগ করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।এরপর পদত্যাগ করেন মাগুরা-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।   

/এসটিএস/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ