X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘জঙ্গি ভাইরাস নির্মূলে সহযোগিতার হাত বাড়িয়েছে জনগণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১

সন্ত্রাসবিরোধী সভায় শিক্ষামন্ত্রী

জঙ্গি 'ভাইরাস' নিমূর্লে দেশের সর্বস্তরের জনগণ সহযোগিতার হাত বাড়িয়েছে। জনগণই পারে দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস চিরতরে নির্মূল করতে। এছাড়া সমস্ত শিক্ষা পরিবারও সরকারকে সহযোগিতা করছে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সভায় বক্তরা এসব বলেন।

দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠান, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষা-প্রতিষ্ঠানে একই সময়ে এই সভা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে, তাই জঙ্গিরা এই দেশে কোনওভাবেই তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।’ তিনি বলেন, 'আমি খবর পেয়েছি, দেশের দুই লাখ শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষা পরিবারের প্রায় ২ কোটি সদস্য আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। এর আগেও আমরা জঙ্গিবাদবিরোধী সমাবেশ করেছি। আর ওই দিনই জানান দিয়েছি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছি। আজকের এই সভার মধ্য দিয়ে আরও একবার তা জানান দিলাম।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আক্তার উজ জামান জঙ্গি সমস্যাকে 'ভাইরাস' আখ্যা দিয়ে বলেন, 'দেশ থেকে এ ভাইরাস নির্মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে।’ তিনি বলেন, 'গত বুধবার রাতে পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের প্রশিক্ষক মেজর মুরাদকে ধরতে সহযোগিতা করেছেন তারই বাড়ির মালিক। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশার হত্যাকারীকে ধরিয়ে দিয়েছে সাধারন মানুষ।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, 'জঙ্গি নির্মূলে শিক্ষার্থীরাই সবার আগে কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তাই শিক্ষার্থীদের আহ্বান করবো, জঙ্গি অথবা সন্ত্রাসী কার্যকলাপের ইঙ্গিত পেলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাও।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, 'সব শিক্ষা-প্রতিষ্ঠান এখন জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। জঙ্গিবাদের সঙ্গে আর কেউ যেন জড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখা হয়েছ।’

আরও পড়ুন: আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা

/আরএআর/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক