X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ফ্ল্যাগিং অফ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১৬ একশ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১৬-এর ভারত যাত্রা উপলক্ষে ২ ডিসেম্বর ঢাকায় এক ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাই কমিশন, ঢাকা। প্রতিনিধি দলটি ভারতের নয়া দিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতার মতো কয়েকটি শহর সফর করবে। সফরকালে ভারতের শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময় করবে দলটি। এ ছাড়া শহরগুলোর বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রও পরিদর্শন করবে।

ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে প্রতিনিধি দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
অতিথিদের সঙ্গে সেলফি তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ এবং মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ যুব প্রতিনিধি দল এ নিয়ে পঞ্চমবারের মতো ভারত সফরে যাচ্ছে। ২০১২ সালে প্রথমবারের একটি যুব প্রতিনিধি দল ভারত সফরে যান।
এবারের প্রতিনিধি দল ২০১৬-এর সদস্যদের মধ্যে রয়েছেন ৫০ জন তরুণ ও ৫৯ জন তরুণী। বিভিন্ন খাত, অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে এসব সদস্যকে। প্রতিনিধি দলে রয়েছেন তরুণ চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সমাজকর্মীরা।
প্রতিনিধি দলটি আজ সকালে নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক