‘ঢাকা থেকে সিলেটগামী ফ্লাইট কলকাতা বিমানবন্দরে চলে গেছে’ এমন খবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সমালোচনার মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ ঝড় উঠে। তবে এ ঘটনা ‘সত্য নয়’ বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘সিলেটের বিমান চলে গেল কলকাতা’, ‘দিক হারিয়েছে বিমান’ ইত্যাদি শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও গুজব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত পক্ষে বিমানের ঢাকা থেকে সিলেটগামী ফ্লাইটের ক্ষেত্রে কখনও কলকাতায় অবতরণের ঘটনা ঘটেনি। এ ধরণের সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ ও ‘দৈনিক সংবাদ’ পত্রিকা দুটিকে লিগ্যাল নোটিশও প্রেরণ করা হয়েছে।
এছাড়া, তথ্য যাচাই না করেই রাষ্ট্রীয় এয়ারলাইন্সের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশন না করতেও অনুরোধ জানায় বিমান।
/সিএ/এমও/