X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মাদকমুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে ডোপ টেস্ট চালু করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০২:১৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০২:২৩

সমাবেশে বক্তব্য রাখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক রাকিবুর রহমান

শিক্ষার্থীদের মাদকমুক্ত করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের নেওয়ার সার্কুলার জারি করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।পথভ্রষ্ট শিক্ষার্থীদের বুঝিয়ে সুপথে আনতে না পারলে প্রয়োজনে ডোপ টেস্ট নিয়ে তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মহাপরিচালক বলেন, যুব সমাজ হলো দেশের সম্পদ। আর এই সম্পদ নষ্ট হচ্ছে মাদকের কারণে। যুব সমাজের জন্য মাদক অভিশাপ।তাই শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে।

তিনি বলেন, আমরা বস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। তাদের গ্রেফতার করি, জরিমানা করি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালাই না। আমরা জানি, বিভিন্ন ধরনের মাদক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকছে। তারপরও অভিযান চালানো হয় না। কারণ, আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের বুঝিয়ে সঠিক পথে আনা সম্ভব। তাই তাদের নিয়ে বিভিন্ন মাদকবিরোধী সেমিনার করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে। তবে একটা সময় পর শিক্ষার্থীরা যদি মাদক পরিহার না করে তাহলে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।

মহাপরিচালক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবার আগে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। কারণ, ডিজি (মহাপরিচালক) হিসেবে আমার বক্তব্য কোনও শিক্ষার্থীর মনে দাগ কাটবে না। কিন্তু যে শিক্ষক ছাত্রদের কাছে প্রিয় তার কথা শুনে ছাত্ররা অনেক বেশি অনুপ্রাণিত হবে। তাই মাদকবিরোধী প্রচারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন শিক্ষকরা।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটা সার্কুলার জারি করা হয়েছে, প্রয়োজনে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে।

এছাড়া ডোপ টেস্টের মাধ্যমে সব সরকারি নিয়োগ দেওয়ার জন্য সংসদীয় কমিশনে সুপারিশ করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক।

মাদকবিরোধী এ সমাবেশে সভাপতিত্ব করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জহির উদ্দিন আহমেদ।

সমাবেশের শেষ অংশে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ।

/আরজে/টিএন/

আরও পড়ুন: রসরাজকে আটকে রাখা বেআইনি: অ্যামনেস্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সালমান এফ রহমান
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সালমান এফ রহমান
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ