ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ বুধবার (১ ফেব্রুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ আজ বিকাল ৫টায় তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে শাহজালাল বিমানবন্দরে কয়েকবার যাত্রাবিরতি করলেও এটি মাহমুদ আব্বাসের বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফর।
তিন দিনের এই সফরে আজ রাতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মাহমুদ আব্বাসের সৌজন্য সাক্ষাতের কথা আছে। আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর প্রদর্শনের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনা হবে।
বৈঠকের পরে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে আব্বাস তার সম্মানে বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।
শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।
আব্বাস এমন একটি সময়ে বাংলাদেশ সফর করছেন যখন যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে জোরালো সমর্থন দিচ্ছে। এর আগের ওবামা প্রশাসন বরাবর ইসরায়েলকে সমর্থন দিলেও তার সরকারের শেষ সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলবিরোধী একটি প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করেনি।
এদিকে, সম্প্রতি হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইসরায়েলের তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের বিষয়ে আলোচনা ‘মাত্র শুরু’ হয়েছে।
এর আগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান হিসাবে ইয়াসির আরাফাত একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। তিনি সর্বশেষ ১৯৯৭ সালে বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশ সবসময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছে এবং এর রাজধানী জেরুজালেম হবে বলে সমর্থন করে।
আরও পড়ুন-
ইসি গঠন: রাজনৈতিক দলের পছন্দের শীর্ষে বিচারপতি ও আমলা
যাদের নাম প্রস্তাব করেছে আ.লীগ ও বিএনপি
/এসএসজেড/টিআর/