X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ভেঙে দেওয়া হলো ঢাকা জেলা পরিষদের মার্কেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫২

জেলা পরিষদ মার্কেট রাজধানীর পূর্বাঞ্চলের নন্দীপাড়া-ত্রিমোহনী খালের ওপর অবৈধভাবে নির্মিত ঢাকা জেলা পরিষদের মার্কেট ভেঙে দেওয়া হয়েছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ওয়াসা যৌথ অভিযান চালিয়ে এ মার্কেটের ৭২টি পাকা দোকান গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া খালের ওপর থাকা অন্যান্য স্থাপনাও সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, খাল দখলের কারণে নগরীর পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হলেও দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা মার্কেট রক্ষায় চেষ্টা তদবির করে আসছিল।
ত্রিমোহনী-নন্দীপাড়া খালের ওপর এরশাদ সরকারের সময়ে নির্মিত মার্কেটটি ‘মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপণী’ নামে পরিচিত। তবে স্থানীয়ভাবে এটাকে এরশাদ মার্কেট বলা হয়। এই মার্কেট ছাড়াও পুরো খালের দু’পাশে ছিল অসংখ্য দোকানপাট।
ওয়াসা সূত্রে জানা গেছে, খাল দখলের কারণে নগরীর পানি নিষ্কাশনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর আগে বেশ কয়েক বার উদ্যোগ নিয়েও খালটি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যায়নি।
অবশেষে গত ২২ জানুয়ারি তাদের উচ্ছেদের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার দুপুর সাড়ে ১২টায় মেয়র নিজেই উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন।
উচ্ছেদ শুরু হওয়ার আগেই ব্যবসায়ীরা তাদের বেশির ভাগ মালপত্র সরিয়ে নেন। তবে অভিযানের কারণে কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সুযোগে দুর্বৃত্তরা লুটপাট চালায়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো.নাজমুস শোয়েবের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে প্রায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। খাল পাড়ে থাকা পাঞ্জেগানা মসজিদ অবশ্য রেহাই পেয়েছে আপাতত। মসজিদ সরিয়ে নেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।
উচ্ছেদ অভিযান উদ্বোধনের সময় মেয়র সাঈদ খোকন বলেন, নন্দীপাড়ার এ খাল উদ্ধারের মাধ্যমে রাজধানী ঢাকার খাল উদ্ধার অভিযান শুরু হলো। যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে, সরকার কিংবা জনগণের সম্পত্তি অবৈধভাবে দখল করা হয়েছে, সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। ঢাকা শহরে মাস্তানি,দখলবাজি চলবে না। রাজধানীতে জলাবদ্ধতার অন্যতম কারণ খাল দখল।এ খালগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
খালটি দখলমুক্ত রাখতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন,৭ দিন পর এই খাল পরিদর্শন করব। এর মধ্যে কেউ আবার স্থাপনা তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল,ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম প্রমুখ।
/ওএফ/এএআর/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু