X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া শহীদ মিনারের মূল বেদিতে ওঠায় ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মূল বেদিতে ওঠার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  রীতি অনুযায়ী একুশের প্রথম প্রহরে খালি পায়ে এবং দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে মূল বেদিতে পুষ্পাঞ্জলি অর্পন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অথচ বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতারা রীতি ভঙ্গ করে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন। এ সময় বিএনসিসি সদস্যদের বাধা সত্ত্বেও শহীদ মিনারের সর্বোচ্চ ধাপে তারা উঠে যান। তাদের এ কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা একুশের চেতনা পরিপন্থী এবং শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা ধারণা করেছিলাম এই ঘটনায় বিএনপির নেতারা  নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু তা না করে উল্টো তাদের এ কর্মকাণ্ডকে যৌক্তিক প্রমাণ করতে নানা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। এরমধ্য দিয়ে দল হিসেবে বিএনপি’র একুশের চেতনা পরিপন্থী মনোভাব এবং শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা ফুটে উঠেছে। গত বছরও বিএনপি নেত্রী ও তার সহযাত্রীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের সময় জুতা পায়ে শহীদ বেদীতে উঠে শহীদ মিনার ও ভাষা শহীদদের অবমাননা করেছিলেন। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে শহীদ মিনারে আগত প্রত্যেকেই একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের প্রতি যথাযথ প্রক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন করবেন।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার