X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মনপুরায় সংখ্যালঘু নির্যাতনকারীর শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১১

মনপুরায় সংখ্যালঘু নির্যাতনকারীর শাস্তি দাবি ভোলার মনপুরা উপজেলার পাঁচ হাজার সংখ্যালঘুর ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে ভূমি দখল রোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জল ও ভূমিদস্যুদের কবল থেকে সংখ্যালঘুদের রক্ষা করার দাবি জানানো হয়।

সোমবার দুপুরে ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মনপুরা উপজেলার আহ্বায়ক শ্রী ভবেস চন্দ্র মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বঙ্গপসাগরের কোল ঘেঁসে ভোলা জেলাধীন মনপুরা থানায় আমাদের হাজার বছরের বসবাস।যুগের পর যুগ নদী ভাঙ্গনের কবলে পড়ে আমরা একে তো অসহায় অন্যদিকে ভূমিগ্রাসী, সন্ত্রাসী, জলদস্যুদের অত্যাচার নিপিড়নে ৫ হাজার পরিবার জিম্মিদশা নিয়ে জীবনযাপন করছি। সংখ্যালঘু হওয়ার কারণে আমাদের পাশে এখন আর কেউ নেই। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে প্রশাসনসহ সংশ্লিষ্টরা সময় মতো কেউ উপস্থিত হতে পারে না।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভবেস চন্দ্র মজুমদার বলেন, ‘যার ওপরে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সেই ১ নম্বর মনপুরা ইউপি চেয়ারম্যান আমাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। তিনি আমাদের ধন-সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছেন।’

এ সময় তিনি চেয়ারম্যান আলাউদ্দিনের অত্যাচার থেকে সংখ্যালঘুদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, আলোর মিছিলের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ