X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বন্ধুত্বের কেক কেটেছে ঢাকা-দিল্লি

রঞ্জন বসু, দিল্লি
২৮ মার্চ ২০১৭, ১৫:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৬:০৪

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংকে সঙ্গে নিয়ে বন্ধুত্বের কেক কাটছেন দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী

গৌরবময় স্বাধীনতা দিবস উদযাপনে সোমবার রাতে বাংলাদেশ বিশেষ ‘বন্ধুত্বের কেক’ কেটেছে ভারতের সঙ্গে। আর দিল্লির ওই অনুষ্ঠানেই বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী জানিয়েছেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের যে বীর সৈনিকরা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে সাতজনের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন ভারত সফরে সম্মানিত করবেন।

তিনি জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ সাতজন ভারতীয় সেনার পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা ও সম্মাননাপত্র (ক্রেস্ট) তুলে দেবেন। এই সাতজন শহীদ সেনার মধ্যে চারজন ছিলেন ভারতের সেনাবাহিনীর সদস্য, বাকিরা নৌবাহিনী, বিমানবাহিনী ও বিএসএফের।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় বিশ্বের বহু শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক বা রাজনীতিক-কূটনীতিক-সেনা কর্মকর্তাসহ আরও অনেককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ। তখনই আলোচনা ওঠে রণাঙ্গনে যারা স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদের একইভাবে সম্মানিত করা যায় কিনা। সরকার সে বিষয়ে সম্মত হয়ে ভারতীয় বীর সেনাদের স্বীকৃতি জানানোর অসাধারণ উদ্যোগ নেয়, তবে এটি প্রদান করার জন্য এতদিন উপযুক্ত উপলক্ষ খুঁজছিল। শেখ হাসিনার ভারত সফরে তা বাস্তবায়ন শুরু হচ্ছে। পরেও তা অব্যাহত থাকবে। 

বাংলাদেশ দূতাবাস সূত্রে আরও জানা গেছে, আগামীতে ভারত সফরে আসা অন্য মন্ত্রীরাও দেশটির বিভিন্ন এলাকায় গিয়ে মুক্তিযুদ্ধে প্রাণদানকারী ভারতীয় সেনা পরিবারগুলোর হাতে এই সম্মাননা ও অর্থ তুলে দেবেন। শহীদ পরিবারগুলোর এই সম্মাননা গ্রহণ করতে যাতে ছুটে বেড়াতে না হয় সেজন্যই বাংলাদেশ সরকার এমন পরিকল্পনা নিয়েছে।

জানা গেছে, এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় একশ’ কোটি টাকার তহবিল গড়া হচ্ছে।

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের কেক

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পরদিন সন্ধ্যায় দিল্লির চাণক্যপুরীতে রাষ্ট্রদূতের বাসভবন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল একটি বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের। আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিং–যিনি নিজেও একাত্তরের যুদ্ধে লড়েছেন।

রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলীর বাসভবনের প্রশস্ত লনে উপস্থিত শত শত অতিথি ও দিল্লিতে নিযুক্ত দেশ-বিদেশের বহু কূটনীতিকদের সামনে তিনি যখন এই ভারতীয় শহীদ পরিবারগুলোকে বাংলাদেশের সম্মান জানানোর কথা ঘোষণা করলেন, জেনারেল ভি কে সিংও তার আবেগ গোপন করেননি। আর এরপর যখন মঞ্চে তাকে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের কেক কাটার জন্য অনুরোধ জানানো হল, জেনারেল সিং তখন পুরোপুরি আপ্লুত!

আর কেকের ওপরে লেখা ছিল ‘বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসে দীর্ঘজীবী হোক ভারত-বাংলাদেশের বন্ধুত্ব’।

এরপর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘মন্ত্রীত্বের দায়িত্ব পাওয়ার পর নানা দেশের কূটনৈতিক অনুষ্ঠানে গেছি, কিন্তু দুটো দেশের নিবিড় বন্ধুত্বের স্মারক হিসেবে কেক কাটার অভিজ্ঞতা এই প্রথম হল। চমৎকার অভিনব আইডিয়া!’

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ