X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশ্য ব্যালটে ভোট ঔদ্ধত্য!

উদিসা ইসলাম
৩০ মার্চ ২০১৭, ১৭:৩৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৫১

প্রকাশ্যে ব্যালট দেখাচ্ছেন মনিরুল হক সাক্কু ও শামীম ওসমান কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে এসে ব্যালটে ধানের শীষে সিল মেরে তা গণমাধ্যমকর্মীদের দেখালেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। আর কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভোট কেন্দ্রের বাইরে এসে ‘নৌকায় ভোট’ দিয়েছি বলে সাংবাদিকদের সামনে ঘোষণা দেন। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে ব্যালট পেপার প্রকাশ্যে দেখিয়ে আলোচিত হয়েছিলেন শামীম ওসমান। আইনজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, প্রকাশ্যে ভোট দেওয়া, কিংবা ব্যালট পেপার অন্যদের দেখানো নির্বাচনি আইন ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটি শাস্তিযোগ্য অপরাধও।

প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরে তা প্রকাশ্যে দেখিয়ে এই ব্যক্তিরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার  জ্যোতির্ময় বড়ুয়া।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ভোটারদের গোপন বুথে ঢুকে ব্যালট পেপারে পছন্দের প্রতীকে সিল মেরে, তা ভাঁজ করে বাক্সে ভরে দিতে হবে। ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই বিধান করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে এসে ব্যালটে ধানের শীষে সিল মেরে তা গণমাধ্যমকর্মীদের দেখালেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

ভোট দিচ্ছেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সাক্কু। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ৫ নম্বর বুথে ব্যালটে সিল মারেন তিনি। এরপর তা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দিকে উঁচু করে দেখান। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে তা গণমাধ্যম কর্মীদের সামনে উঁচু করে ধরেন। তখন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

এদিকে আজ  বৃহস্পতিবার কুসিক নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের পছন্দ-অপছন্দ নিয়ে নানা ধরনের আলোচনা যতই থাকুক, ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি নৌকায় ভোট দিয়েছি।’ দুপুর আড়াইটায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নৌকায় ভোট দিয়েছি। যদিও বলা ঠিক না যে কিসে ভোট দিলাম। কিন্তু, আমি রাজনীতি করি।আমার প্রার্থী নৌকা মার্কার। তাই আমি বলছি, আমি নৌকায় ভোট দিয়েছি। অবশ্যই নৌকা জিতবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার  জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। ব্যক্তিগত গোপনীয়তার যতগুলো আইন রয়েছে, সেগুলো বিবেচনায় নিলে স্পষ্ট হবে যে, ওই ব্যক্তি তার গোপনীয়তাকে ভঙ্গ করেছেন। নিজের হোক বা অন্য কেউ হোক, কারোই এ ধরনের গোপনীয়তা ভঙ্গের এখতিয়ার সংবিধানে দেওয়া হয়নি। আমরা আন্তর্জাতিক যেসব আইনের অনুস্বাক্ষরকারী সেখানেও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অনুমোদন নেই।’ তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে ব্যালট পেপার দেখানো তো নয়ই, সংসদ সদস্য যে উচ্চারণ করেছেন ‘নৌকায় ভোট দিয়েছি’ এটাও প্রকাশ করার অনুমোদন আইন দেয়নি। এক ধরনের ঔদ্ধত্য থেকে এধরনের ঘটনা ঘটানোর প্রবণতা আছে।’

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এধরনের বিষয় তিনি আগে অবহিত হননি।এই প্রতিবেদকের কাছেই প্রথম শুনেছেন।’ তিনি আরও বলেন,‘আমি আইনজ্ঞ নই,এ বিষয়ে আমার কোনও কিছু বক্তব্য নেই। আমি এর ব্যাখ্যা দিতে পারব না।’

/ইউআই/  এপিএইচ/

আরও পড়ুন: 

ধানের শীষে সিল মেরে ব্যালট দেখালেন সাক্কু

‘এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ