X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

তিস্তাচুক্তি কবে সুনির্দিষ্টভাবে জানতে চাইবে ঢাকা

শেখ শাহরিয়ার জামান, দিল্লি থেকে
০৬ এপ্রিল ২০১৭, ১৫:৫২আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:০৬

তিস্তা তিস্তা নদীর পানি বন্টন চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা চাইবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়ে এ বিষয়ে জোর দিয়ে কথা বলা হবে বাংলাদেশের পক্ষে।

ভারতে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের বলবো অনেক সময় গড়িয়ে গেছে। কাজেই আমরা যথাসম্ভব দ্রুত এবং একটি সুনির্দিষ্ট তারিখ জানান চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘তিস্তা নদীর পানি নিয়ে আমরা অনেক অপক্ষো করেছি। কথা ছিল পশ্চিমবঙ্গেও নির্বাচনের পরে কিছু হবে। এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। কাজেই আমরা চাই এর দ্রুত সমাধান।’

রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সরকারের আলোচনার পর ২০১১ সালে চুক্তিটি চুড়ান্ত হয়। কিন্তু মন্ত্রী পর্যায়ে স্বাক্ষর হয়নি পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার আলোচনা করবে। এর সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নাই। এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। আপনারা দেখেছেন, আমিও দেখেছি মমতা ব্যানার্জির দিল্লি আসার কথা। কিন্তু দিল্লি আসলে কী আলোচনা হবে সেটি স্পেকুলেটিভ বিষয়।’

সারপ্রাইজ

রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রীর সফরের সময়ে আনুষ্ঠানিকভাবে কিছু ‘সারপ্রাইজ’ থাকবে। তবে এর মধ্যে তিস্তা সংক্রান্ত কোনও বিষয় আছে কিনা জানতে চাইলে তিনি নেতিবাচক উত্তর দেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে দুইদেশের সম্পর্কেও ক্ষেত্রে নতুন একটি দিক উন্মোচন হবে।’

ডিসেম্বরের সফর

রাষ্ট্রদূত বলেন, ১৬৬১ জন শহীদ ভারতীয় সৈনিককে সম্মাননা জানানোর জন্য প্রধানমন্ত্রীর গত ডিসেম্বরে আসার কথা ছিল। কিন্তু সেসময় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এক সঙ্গে না পাওয়ার কারণে এটি সম্ভব হয়নি। এখন দুইজনকে একসঙ্গে পাওয়া গেছে বলেই এ সফর হচ্ছে।

চুক্তি

তিনি বলেন এ সফরে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

দুদেশের মধ্যে চুক্তি ও সমাঝোতা স্মারকের বেশির ভাগই সীমান্ত হাট স্থাপন, তথ্য ও সম্প্রচার, বেসামরিক পারমানবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূতাত্ত্বিক বিজ্ঞান, ভারতের  প্রদেয় তৃতীয় লাইন অব ক্রেডিট, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বলে তিনি জানান।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি দুদেশের দুই প্রধানমন্ত্রী বিরল-রাধিকাপুর রুটে মালামাল পরিবহনকারী রেল চলাচল, খুলনা-কোলকাতা রুটে যাত্রীবাহী বাস ও রেল চলাচল,ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করবেন।

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা পরিষদ চেয়ারম্যানকে দাফতরিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ
জেলা পরিষদ চেয়ারম্যানকে দাফতরিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
পুলিশের লাঠিপেটায় ২০-৩০ বিডিআর সদস্য আহতের অভিযোগ
অসংখ্য বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আইন শিক্ষা দেওয়া হয় না: আসিফ নজরুল
অসংখ্য বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আইন শিক্ষা দেওয়া হয় না: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ