X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উচ্ছেদ করা হকারদের বিদেশ পাঠাতে প্রশিক্ষণ দেবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ০৩:৩৬আপডেট : ১৩ জুন ২০১৭, ০৩:৪০

রাজধানীর ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের বিদেশ পাঠাতে প্রশিক্ষণ দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল। এতে নগরীর বিভিন্ন হকার ও হকার্স সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। তারা কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে বিদেশ গমনেচ্ছু হকারদের প্রশিক্ষণ দিবেন।

ডিএসসিসি’র প্রশিক্ষণ কর্মশালা দক্ষিণ সিটির নগর ভবনের ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে গুলিস্তান ও মতিঝিল এলাকার হকারদের বিদেশে চাকরি পাওয়ার যোগ্য করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মশালা বিকাল ৩টা পর্যন্ত চলে।

কর্মশালায় অভিবাসী আইন, বিএমইটির কার্যক্রম, প্রশিক্ষণ, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন, বৈদেশিক কার্যক্রম ও অভিবাসন বিষয়, হকার সমস্যা, নগর জীবনের প্রভাব ও সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ মিয়া, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম ও বিএমইটির উপ-পরিচালক (প্রশিক্ষণ) মেহবুব আলম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিদেশ গমনে ইচ্ছুক হকারদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।’

কর্মশালায় বাংলাদেশ হকার্স ও হকার্স লীগ, বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ, ঢাকা জেলা হকার্স লীগ, জাতীয় হকার্স লীগ, বাংলাদেশ হকার্স লীগসহ অন্তত ১০টি হকার্স সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা পরবর্তীতে কর্মসংস্থানের জন্য বিদেশে গমনেচ্ছু সাধারণ হকার্সদের প্রশিক্ষণ দেবেন। প্রয়োজন হলে আমরা আবারও প্রশিক্ষণের আয়োজন করবো। এ কর্মশালার উদ্দেশ্য- প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং ডিএসসিসি কর্তৃপক্ষের হকার পুনর্বাসন কর্মসূচির সফল বাস্তবায়ন।

প্রসঙ্গত, নগরীর বিভিন্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উচ্ছেদের আগে সিটি করপোরেশন নগরীর গুলিস্তান এলাকায় জরিপ করে দুই হাজার ৫০৬ জন ও নিউমার্কেট এলাকা থেকে ৯৩৪ জন হকারের নাম চূড়ান্ত করে। এসব হকারদের কার্ড দিয়ে শর্ত সাপেক্ষে ফুটপাতে বসার অনুমতি দেওয়ার চিন্তা ভাবনা করে সংস্থাটি। তবে উচ্ছেদের পর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হকারদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনে বিদেশ পাঠানোর ঘোষণাও দেন। ওই ঘোষণার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে যেসব হকার বিদেশ যেতে ইচ্ছুক তাদের আবেদন করার আহ্বান জানানো হয়। এ পর্যন্ত নগর মেয়রের কাছে বিদেশ যেতে ৬৯ জন হকার আবেদন করেছেন।

/এমএসএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ