X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কফির চুমুকে মুখর ঈদ আড্ডা

চৌধুরী আকবর হোসেন
২৭ জুন ২০১৭, ২৩:৫৬আপডেট : ২৮ জুন ২০১৭, ২০:০৫

নতুন প্রজন্মের আড্ডাস্থল হয়ে উঠে কফি শপগুলো (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীতে বেড়ানোর জায়গা সীমিত। তাই উৎসব-পার্বণে নতুন প্রজন্মের অনেকটা সময় কাটে রেস্টুরেন্ট, ফুড কোর্ট আর কফি শপে। এসব স্থানেই আড্ডায় মেতে ওঠে তরুণ-তরুণীরা। অন্যান্য বয়সের লোকজনকেও অবশ্য দেখা যায় একসঙ্গে খাওয়া-আড্ডায় ডুবে থাকতে।

এক দশক আগেও ঢাকা শহরে রেস্টুরেন্টের বাইরে আলাদা করে ছিল না কোনও কফি শপ। সাম্প্রতিক বছরগুলোতে অভিজাত এলাকার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে এ ধরনের দোকান। ঈদে মানুষের ভিড়ে কফি শপগুলোর ভেতর তো বটেই, সামনের প্রাঙ্গণও মুখরিত থাকতে দেখা যায়। এসব স্থানে কফির স্বাদের সঙ্গে বন্ধুবান্ধব কিংবা স্বজনদের নিয়ে আড্ডার আনন্দে মেতে ওঠেন সবাই।

গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা, উত্তরার পাশাপাশি মোহাম্মদপুর এবং মিরপুরেও গড়ে উঠেছে অনেক কফি শপ। রাজধানীর ২৭ নম্বর সড়কে আছে বেশকিছু কফি শপ। মঙ্গলবার (২৭ জুন) ঈদের পরদিন সেখানে দেখা গেলো মানুষের ভিড়। বিশেষ করে তরুণ-তরুণীরা মেতেছিল আড্ডায়। কফি শপে জায়গার সংকুলান না হওয়ায় অনেককেই কফি হাতে বাইরেই বসে কিংবা দাঁড়িয়ে চুমুক দিয়েছেন, জমিয়েছেন আড্ডা।

নতুন প্রজন্মের আড্ডাস্থল হয়ে উঠে কফি শপগুলো (ছবি: সাজ্জাদ হোসেন) চার বন্ধু নাফিজ, আদনান, আজম ও মনজিলকে নিয়ে কফি শপের সামনের ফুটপাতে আড্ডা দিচ্ছিলেন নাফিজ। কথা হলো তাদের সঙ্গে। আদনান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্ধুরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। কফি শপে বসবো ভেবেছিলাম, কিন্তু ভেতরে জায়গা নেই। তাই ভেতর থেকে কফি নিয়ে এসে এখানেই আড্ডা দিচ্ছি।’

সবার হাতে হাতে কফির থাকায় ফুটপাতেও পাওয়া যাচ্ছিল কফির ঘ্রাণ। কফির কাপ হাতে একদল তরুণীকে সেলফিও তুলতে দেখা গেছে। তাদেরই একজন নাজনীন। তার সঙ্গে ছিলেন খালাতো ভাই আসাদ ও মামাতো ভাই অভি। আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদিন ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছি, পথে কফি শপে একটু সময় কাটিয়ে যাচ্ছি। ভালোই লাগছে। ভেতরে অনেক ভিড়, তাই বাইরে আড্ডা দিচ্ছি।’

নতুন প্রজন্মের আড্ডাস্থল হয়ে উঠে কফি শপগুলো (ছবি: সাজ্জাদ হোসেন) কফিপ্রেমীদের আড্ডা চোখে পড়ে গুলশান অ্যাভিনিউতেও। এখানে রয়েছে বেশকিছু কফি শপ। ইতালিয়ান লাভাৎজা ব্র্যান্ডের কফি বিন দিয়ে তৈরি কফি পাওয়া যায় এসব স্থানে। লাটে, মোকা, ক্যাপাচিনোসহ আরও নানান স্বাদের কফি মিলছে কফি শপগুলোতে। বেশিরভাগ দোকানেই ৩০ থেকে ৪০ জন বসতে পারে। কিন্তু ঈদের সময় এর দ্বিগুণ লোকজনের সমাগম ঘটে। ফলে কফি শপের ভেতরে বসার আরামদায়ক ব্যবস্থা থাকলেও জায়গা না থাকায় বাইরেও জমেছে আড্ডা। পরিবার নিয়ে কেউ কেউ রাস্তায় গাড়িতে বসেও কফিতে চুমুক দিতে দিতে গল্প করেন।

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত