X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তামনির জন্য ‘এ পজেটিভ’ রক্ত আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৫:৫১আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৬:৪১

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি

বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে শারীরিকভাবে সুস্থ করে তুলতে প্রচুর রক্ত প্রয়োজন। তার জন্য ‘এ পজেটিভ’ গ্রুপের রক্ত দিতে সুস্থ সহৃদয় মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন। তিনি আজ বুধবার (১২ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেছেন ‘‘মেয়েটি রক্তশূন্যতা এবং অপুষ্টিতে ভূগছে। তার জন্য ‌‘ফ্রেশ ব্লাড’ চাই।’’

মুক্তামনির চিকিৎসার জন্য মঙ্গলবার (১১ জুলাই) ৮ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বুধবার (১২ জুলাই) তারা শিশুটিকে পর্যবেক্ষণ করেন এবং তার চিকিৎসার ব্যাপারে সম্ভাব্য মতামত জানান। কিন্তু রক্তশূন্যতা এবং অপুষ্টিতে ভুগতে থাকা মেয়েটিকে চিকিৎসার উপযোগী করে তুলতে যথাযথ ও পুষ্টিকর খাবার প্রয়োজন বলে মতামত জানিয়েছেন ড. সামন্ত লাল।

তিনি জানান, মুক্তামনির রক্তের গ্রুপ ‘এ পজেটিভ’। হাসপাতালে থাকা ব্লাড ব্যাংকে সবসময় রক্ত পাওয়া যায় না। একই সঙ্গে আমরা চাই, ব্লাড ব্যাংকে জমিয়ে রাখা রক্ত না দিয়ে তাকে তাজা রক্ত দিতে। এজন্য আমরা মুক্তাকে রক্ত দেওয়ার জন্য ‘এ পজেটিভ’ রক্তের সহৃদয় মানুষদের আহ্বান জানাচ্ছি। যদি রক্তদান করার জন্য মানুষ এগিয়ে আসেন, তাহলে মেয়েটিকে আমরা তাড়াতাড়ি চিকিৎসার উপযোগী করতে পারতাম। কেউ মুক্তামনিকে রক্ত দিতে আগ্রহী হলে তাদেরকে আমরা বার্ন ইউনিটের ষষ্ঠ তলায় নার্সেস স্টেশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

ড. সামন্ত আরও বলেন, আগামী তিন দিন মুক্তামনিকে আমরা তিন ব্যাগ রক্ত দিতে চাই। তারপর একদিন বন্ধ রেখে আমরা ওর হিমোগ্লোবিন পরীক্ষা করব। তখন দেখা যাবে মেয়েটা কতোটা উপযুক্ত হয়।

সাতক্ষীরার ১১ বছরের মুক্তামনির ডান হাতে দেখা দেওয়া রোগ এখনও শনাক্ত করতে পারেননি চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে বুধবার (১২ জুলাই) জানানো হয়, মুক্তামনি চর্মরোগে আক্রান্ত। ডারমাল ভাসকুলার ম্যালফরমেশন, লিমফেটিক ম্যালফরমেশন, নিউরোফাইব্রোম্যাটোসিস, কনজেনিটাল হাইপারক্যারাটোসিস-এই চারটি চর্মরোগের মধ্যে যে কোনও একটা হতে পারে বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন।

ডাক্তারদের ধারণা, মুক্তামনিকে অপারেশনের যোগ্য করে তুলতে ৭ থেকে ১০ দিন সময় লাগবে। বিরল রোগে আক্রান্ত মুক্তামনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছে। মঙ্গলবার শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/জেএ/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক