X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৩:১৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২০:৪৮

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান (ফাইল ফটো) বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দর সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি ও আমদানি-রফতানি বাণিজ্যকে সহজ ও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শাহজাহান খান বলেন, ‘আগামী ১ আগস্ট একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্দরের অটোমেশন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা চলছে। অন্যান্য স্থলবন্দরগুলোও পর্যায়ক্রমে সক্ষমতা বাড়িয়ে এ অবস্থায় আনা হবে। এরপর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে এ অবস্থায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম স্থলবন্দরের সমস্যা সমাধানে এখন তিনটি রাবার টায়ার ও গেনটি ক্রেন আনা হবে। এছাড়া ২০১৮ সালের মধ্যে আরও আটটি রাবার টায়ার ও গেনটি ক্রেন আনা হবে। এ সময়ের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গাসহ তিনটি নতুন টার্মিনাল যুক্ত হবে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত চলছে। তাই এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

বৈঠকে নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ পররাষ্ট্রমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, স্থলবন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে