X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পাঁচজনের বিরুদ্ধে উকিল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২১:২৭আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের প্রধানকে উকিল নোটিশ পাঠিয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদী। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। ড. রুশদের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।  

নোটিশে বলা হয়, ‘আমার মক্কেল ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগে যোগদান করেন। ৯/৯/২০১২ তারিখে আমার মক্কেলকে এক নোটিশের মাধ্যমে জানানো হয় ৯/৯/২০১২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৪/৮/২০১২ তারিখ থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছুটির সময়ে তাকে যে কোনও প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়।’  

এতে আরও বলা হয়,‘এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আমার মক্কেল একটি চিঠি পান।এতে ৯/৩/২০১৩ তারিখে উপ-উপাচার্য (শিক্ষা)এর কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের বিষয়ে গঠিত কমিটির কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর পরিপেক্ষিতে তিনি উপ-উপাচার্য (শিক্ষা)এর কার্যালয়ে গিয়ে জবাব দিয়ে আসেন। এরপর ২৯/১২/২০১৫ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে এবং তাকে কাজে ফিরতে অনুমতি দেয়। তবে তার যোগদানের জন্য একটি শর্ত যোগ করে দেন। শর্তটি হচ্ছে, ২০/১২/২০১৫ তারিখ থেকে পরবর্তী ৩ বছর তার পদোন্নতি স্থগিত থাকবে।’

নোটিশে আরও বলা হয়,‘বিভাগের বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ার কারণে বিভাগের অন্যান্য শিক্ষকরা আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করেন। আমার মক্কেলের বিরুদ্ধে তার ছাত্রদের কোনও অভিযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিন্ডিকেটের কাউকে ৩ বছর বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অধিকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো যায়। এর মেয়াদ ৩ মাসের বেশি হতে পারবে না। তাছাড়া, আইনে এক অপরাধের জন্য দু’বার শাস্তি পাওয়ার বিধান নেই। আমার মক্কেলকে একবার ৩ বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে শাস্তি দেওয়া হয়। সেই একই অভিযোগের শাস্তি হিসেবে আবার তার পদন্নোতি ৩ বছরের জন্য স্থগিত করা হয়। আমার মক্কেল তার কিছু সহকর্মী দ্বারা ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে এই ধরনের অবৈধ অভিযোগের ফলে সমাজে তার সম্মানহানী ঘটেছে।’ 

এমটি/এএম 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি