X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন ৩৬ ওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২৩:৩৭আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২৩:৩৭

ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন ৩৬ ওয়ার্ডের গেজেট প্রকাশ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৬টি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ড গঠন করেছে সরকার।  সম্প্রতি এ সংক্রান্ত্র গেজেট জারি করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাঈদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর ইউনিয়নকে ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ঢাকা ‍দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হওয়া শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত  করা হয়েছে।

গত বুধবার (২৬ জুলাই) প্রকাশিত গেজেট প্রকাশের পর ঢাকার দুই সিটি করপোরেশনে এ নিয়ে মোট ওয়ার্ড হল ১২৯টি।

এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গত ৯ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে মোট ১৬টি ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়। এতে ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বেড়ে দ্বিগুণেরও বেশি হয়। এরপর গত ২৯ জুন ঢাকা সিটি করপোরেশনের আয়তন বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ১৩ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড নিয়ে । সংরক্ষিত ১৪ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৩৭, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ১৫ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ড নিয়ে । সংরক্ষিত ১৬ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ১৭ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৪৯, ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ড নিয়ে।  সংরক্ষিত ১৮ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ২০ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২১ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৭০, ৭১ ও ৭১ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২২ আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৩ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৪ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৬১, ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ড নিয়ে। সংরক্ষিত ২৫ নম্বর আসন গঠন করা হয়েছে সম্প্রসারিত ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড নিয়ে।

/এসএমএ/
আরও পড়ুন

ঢাকার দুই সিটি সম্প্রসারণের গেজেট প্রকাশ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো