X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

না জেনে অন্ধকারে ঢিল ছোঁড়া ঠিক হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৪:১৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:৫৬

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘প্রধান বিচারপতির সঙ্গে সবসময় আমার কথা হয়। কখনও ঢাকা-সিলেট মহসড়কের অগ্রগতি নিয়ে, কখনও মনু নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রসঙ্গে। তবে উনি আজ কোথায় কী বলেছেন, তা আমি জানি না। না জেনে অন্ধকারে ঢিল ছোঁড়া সঠিক হবে না। আগে জেনে নিই,মাথা ঠাণ্ডা রেখে কাজ করা উচিত।’

রবিবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রসঙ্গত, রবিবার (২০ আগস্ট) বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি বলেছেন, ‘আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধৈর্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে অযোগ্য করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।’

প্রধান বিচারপতির ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা চাপ সৃষ্টি করবো কেন? রাষ্ট্রপতিও তো চাপ সৃষ্টি করার লোক নন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে রাজনীতি, সমাজ এবং ইতিহাস নিয়ে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে সে বিষয়ে আমাদের দলের একটি অবস্থা রয়েছে। সে বিষয়টি আমরা রাষ্ট্রপতিকে অবহিত করেছি।’

রায় নিয়ে নানাজনের সঙ্গে কথা বলতেই পারি, এটা দোষের কী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রায়ের পর্যবেক্ষণে তো জিয়াউর রহমানের ক্ষমতাকে ‘উড়ে এসে জুড়ে বসা’র সঙ্গে তুলনা করা হয়েছে। আমি ফখরুল সাহেবকে বলেছি, এটার বিষয়ে বিচারপতিকে প্রশ্ন করেন। কিন্তু তিনি উনাকে (প্রধান বিচারপতি) প্রশ্ন না করে আমাকেই ভুল পথে বাঁকা উত্তর দিলেন। ফখরুল সাহেবকে এখনও বলি এটার সোজা উত্তর দেন।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে, চলবে। সে বিচারপতি হোন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই হোন না কেন, আলোচনা করতে বাধা নেই।’ 

/এসআই/এমও/এসটি/

আরও পড়ুন: এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে: সেতুমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
হজের ভিসায় মক্কা, জেদ্দা ও মদিনার বাইরে ভ্রমণ করা যাবে না
হজের ভিসায় মক্কা, জেদ্দা ও মদিনার বাইরে ভ্রমণ করা যাবে না
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র