X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এপার থেকে তাকিয়ে দেখলেন, ওপারে পুড়ে যাচ্ছে ঘর (ভিডিও)

আমানুর রহমান রনি, বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১

ওপারে পুড়ছে নিজেদের ঘরবাড়ি, তাই দেখে অচেতন হয়ে পড়েছেন নাসিমা খাতুন ঘড়ির কাঁটায় তখন বিকাল সাড়ে ৪টা। বান্দরবানের ঘুমধুম সীমান্তের বিজিবি চেকপোস্ট এলাকায় দাঁড়িয়ে দেখা গেল, সীমান্তের ওপারে কয়েকটি বাড়িঘরে আগুন জ্বলছে। কাঁটাতারের এপার-ওপারের ব্যবধান মাত্র কয়েকশ গজ। তাতে এপার থেকেই স্পষ্ট বোঝা যায়, আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে কয়েকটি ঘরবাড়ি।
ঠিক এই সময়ই সীমান্তের এপারে একটি পরিবার সেই আগুন দেখতে দেখতে বিলাপ করছিল। মধ্যবয়সী রোহিঙ্গা নারী নাসিমা খাতুনের চোখ দিয়ে তখন অশ্রুর ধারা। কথা বলতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন তিনি। পাশে থাকা ছেলে-মেয়েরা তখন ব্যস্ত তার জ্ঞান ফেরাতে। সেই অবস্থাতেই তারা বাংলা ট্রিবিউনকে জানালেন, ওপারে যে ঘরবাড়িগুলো পুড়ছে, তার মধ্যে তাদের বাড়িও রয়েছে। এপারে পালিয়ে এসে আশ্রয় নেওয়ায় তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঘুমধুমের বিজিবি চেকপোস্ট এলাকায় দেখা যায় এই দৃশ্য। আগুনের পাশাপাশি কমপক্ষে ১০ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে এসময়। নাসিমা খাতুনের পরিবার জানায়, আগুনে পুড়তে থাকা এলাকাটি রাখাইন রাজ্যের তমব্রুর পশ্চিমকুল গ্রাম।
নাসিমা খাতুনের জ্ঞান ফেরাতে ব্যস্ত তার ছেলে-মেয়ে নাসিমা খাতুনের পরিবার জানায়, গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীসহ সরকারি বাহিনী ও স্থানীয় মগদের নির্যাতন আর সহিংসতা শুরুর পরই বাংলাদেশে পালিয়ে আসে তারা। নাসিমা খাতুনের স্বামী নুরুল আমিন। সঙ্গে ছিল পাঁচ ছেলে-চার মেয়ে। শুধু নাসিমা খাতুনের পরিবারই নয়, তার বোনের পরিবারও পালিয়ে এসেছে ঘুমধুম সীমান্তে। তারা বাড়িঘর ছেড়ে এসেছেন, কিন্তু সীমান্তে দাঁড়িয়ে কয়েকশ গজ দূরে থাকা নিজেদের গ্রাম আর ঘরবাড়ি দেখার চেষ্টা করেন তারা। আজ বিকালে যখন পশ্চিমকুল গ্রামে আগুন জ্বলছিল, নাসিমা আর তার বোনের পরিবারও অস্থায়ী ক্যাম্পে বসে থাকতে পারেননি। চলে এসেছেন কাঁটাতারের কাছে।
নিজেদের বাড়িঘরে আগুন জ্বলতে দেখে অচেতন হয়ে পড়া নাসিমা খাতুনের জ্ঞান ফেরে মিনিট ১৫ পর। তবে শোকে মূহ্যমান নাসিমা কথা বলতে পারছিলেন না। তার মেয়ে মনোয়ারা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো আগেই চলে এসেছি। কিন্তু বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারিনি। আমাদের সবকিছু বাড়িতেই ছিল। কিন্তু আমাদের সব ঘর তো আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। খালাদের কয়েকটি ঘরও আছে এর মধ্যে। চেয়ে চেয়ে দেখছি, চোখের সামনে সবকিছু পুড়ে যাচ্ছে। অথচ এপারে দাঁড়িয়ে কিছুই করতে পারছি না।’
নাসিমা খাতুনের বোন নুর নাহার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের ঘর পুড়ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমাদের তো কিছু করার নাই।’
রোহিঙ্গা ইস্যুতে গত প্রায় এক মাসে তৈরি হওয়া মানবিক সংকটের প্রতীকী চিত্র বোধহয় এটাই। এক পারে যখন আগুনের শিখা গিলে খাচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি, কাঁটাতারের অন্য পারে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গাদের চোখে অশ্রুর ধারা।
আরও পড়ুন-
রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ
রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের আহ্বান

/টিআর/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
সর্বশেষ খবর
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ