X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৯ রোহিঙ্গা শরণার্থী এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৬:৩৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:০২

  নাসিম

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ১৯ জন এইচআইভি পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

নাসিম জানান, ম্যালেরিয়া, যক্ষা, ফাইলেরিয়া, কলেরা এবং এইচআইভি রোগের জন্য রোগতাত্ত্বিক জরিপ চালু করা হয়েছে। এই জরিপে ইতোমধ্যে ২১ জন যক্ষা রোগী, ৬ জন ম্যালেরিয়া রোগী এবং ১৯ জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে। ফাইলেরিয়ার কোনও রোগী পাওয়া যায়নি। এসব রোগের জন্য জনস্বাস্থ্য কর্মসূচি চালু করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজে দুইবার কক্সবাজার সদর, উখিয়া এবং টেকনাফ সফর করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা বিভিন্ন পরিকল্পনা তৈরি ও কর্মসূচি পরিচালনা করছেন। কক্সবাজারের সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য অধিদফতরে একটি করে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জন প্রতি সপ্তাহে একাধিক দিন কক্সবাজারে অবস্থান করছেন এবং পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের সহায়তা করছেন।’

বিপন্ন রোহিঙ্গাদের স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএপিএ, আইওএম প্রভৃতি সাহায্য সংস্থা সক্রিয়ভাবে মন্ত্রণালয়ের পাশে দাঁড়ানোয় এসব সংস্থার প্রতি অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

/এসএমএ/এসএসএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ