X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মানসিক স্বাস্থ্যসেবা: ৫ কোটি লোকের জন্য ২২০ জন চিকিৎসক

জাকিয়া আহমেদ
১০ অক্টোবর ২০১৭, ০৭:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:২৬

মানসিক স্বাস্থ্যসেবা পান না অনেকেই (ছবি- অনলাইন থেকে নেওয়া) মানসিক চাপ, আর্থ-সামাজিক অবস্থা, প্রযুক্তির অপব্যবহার ও বংশগত কারণে দেশে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ২০১৬ সালে এই বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চালানো এক জরিপে বলা হয়েছে, দেশের ৩১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এই হিসেবে দেশের ৫ কোটি মানুষ এখন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এই বিপুল সংখ্যক মানুষের মানসিক স্বাস্থ্যসেবার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পাবনার মানসিক হাসপাতাল মিলে আসন সংখ্যা মাত্র ৭৯০। চিকিৎসক রয়েছেন মাত্র ২২০ জন। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোও আন্তরিক নয়।   

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের অসুখের মতো মনের অসুখকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এ রোগের জন্যও চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. মেখলা সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে মনে করা হয়, চিকিৎসকের কাছে যাওয়া মানে বড় ধরনের কোনও লেভেলিং হয়ে যাওয়া। মানুষ হয়তো তাকে সাধারণভাবে পাগল বলে আখ্যায়িত করবে। আর আমাদের দেশে মোট জনগোষ্ঠীর তুলনায় মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যাও অনেক কম। মানসিক সেবার বিষয়টি এখানে অবহেলিত।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এটা সচেতনতার অভাব। মেডিক্যাল শিক্ষায় মানসিক স্বাস্থ্যকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। যেভাবে অন্য বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকে, সেভাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে লেখাপড়ার আগ্রহ থাকে না। তাই মানসিক রোগীর তুলনায় মনোরোগ চিকিৎসকের সংখ্যা কম।’

মানসিক সমস্যায় ভোগা মানুষকে সুস্থ করে তুলতে সচেতনতার কোনও বিকল্প নেই উল্লেখ করে ডা. মেখলা সরকার বলেন, ‘পরিবারের কোনও সদস্য অস্বাভাবিক আচরণ করলেই বুঝতে হবে, তিনি কোনও না কোনও মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। তখন তাকে দূরে ঠেলে না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, কথা বলতে হবে। তাহলে তার মধ্যে নিরাপত্তাবোধ, নির্ভরতা ও আস্থা তৈরি হবে। কিন্তু এই কথা বলার জায়গাটা আমাদের মধ্যে ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণে আমরা নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসাসেবার অপ্রতুলতা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। রয়েছে চিকিৎসক সংকটও।’ তিনি বলেন, ‘যে পরিমাণ মানসিক রোগীকে সহায়তা দেওয়া দরকার, তা আমাদের দেশে নেই। এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় লোক আমাদের নেই।’

উল্লেখ্য, সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে।   

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না, নারী সংস্কার কমিশন প্রসঙ্গে আসিফ নজরুল
অবমাননাকর প্রতিক্রিয়া আশা করি না, নারী সংস্কার কমিশন প্রসঙ্গে আসিফ নজরুল
একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালালো ইসরায়েল
একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালালো ইসরায়েল
ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি
ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি
সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস