X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৩:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:০৩

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ওঠা ১১টি অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বেঞ্চের পাঁচজন বিচারক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা না পর্যন্ত তার সঙ্গে বিচার কাজে বসবেন না বলে জানিয়েছেন। সুতরাং তিনি দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা তা এখানে স্পষ্ট। কারণ তিনি তো আর একা বেঞ্চ চালাতে পারবেন না।’

রবিবার সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে তার সবগুলো দুর্নীতি সংক্রান্ত। এগুলো অনুসন্ধান করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদক এসব বিষয়ে অনুসন্ধান করবে। যদি সত্যতা পাওয়া যায় তবে মামলা হবে। মামলার পর তদন্ত হবে এবং এরপরই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। সব কিছুই আইন অনুযায়ী হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

তিনি আরও বলেন, ‘ষোড়শ সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃস্থাপন করা হয়েছে। আমার মনে হয় এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয় নয়। যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা ১১টি অভিযোগের সুরাহা না হবে ততদিন এ সমস্যার সমাধান হবে না।’

আনিসুল হক বলেন, ‘সম্প্রতি বেসরকারি টিভির টকশোতে অনেকে বলেছেন, আমি নাকি মিথ্যা কথা বলেছি। আসলে যারা এসব কথা বলেছেন তারা অর্বাচিন। মিথ্যা বলার অভ্যাস ওই অর্বাচিনদের, আমার নয়। আমার পিতা মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক কোনও মামলার প্রেক্ষিতেও আদালতে কোনোদিন মিথ্যা বলেননি। তার সন্তান হিসেবে আমিও কোনোদিন মিথ্যা বলি না। প্রধান বিচারপতি যদি চিঠি লেখেন এবং সেটি যদি রাষ্ট্রপতির কাছে লেখেন। কাজেই সেই চিঠি আমরা সন্দেহের চোখে দেখি না।’

আরও পড়ুন:
প্রধান বিচারপতির বক্তব্যে আমি স্তম্ভিত: আইনমন্ত্রী 

সুপ্রিম জুডিশিয়াল কনসেপ্ট গ্রহণ করিনি, রিভিউ’র প্রস্তুতি নিচ্ছি: অ্যাটর্নি জেনারেল

/এসআই/ইউআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ