X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিইসিকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ আ. লীগের

এমরান হোসেন শেখ ও পাভেল হায়দার চৌধুরী
১৮ অক্টোবর ২০১৭, ১৪:২২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৪

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে সিইসিকে এ পরামর্শ দেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতারা।

সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতা ও ইসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সংলাপে সিইসির উদ্দেশে বলা হয়, ‘আপনি ভবিষ্যতে কথা বলার বিষয়ে একটু সতর্ক হবেন। আপনার অনেক বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, মিসকোট হতে পারে। এজন্য আপনি যখন কথা বলবেন এ বিষয়গুলো মাথায় রেখে কথা বলবেন।”

জানা গেছে,  প্রতিনিধি দলের প্রধান ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমামসহ কয়েকজন নেতা সিইসিকে সতর্ক হওয়ার বিষয়ে কথা বলেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকে ঘিরে ভোটের আগে যেসব অপপ্রচার হয় তা রোধ করার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে, সংলাপ শেষে ওবায়দুল কাদের সিইসির মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা পাওয়ার কথা জানালেও সংলাপে বিএনপির সংলাপ ইস্যুতে কোনও কথা বা আলোচনা হয়নি বলে একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

সংলাপ সূত্রে জানা গেছে, বিএনপির পর এবার আওয়ামী লীগের উচ্ছ্বসিত প্রশংসা করেন সিইসি। সংলাপের শুরুতে টানা ৯ মিনিট সিইসি আওয়ামী লীগের ইতিহাস, অর্জন তুলে ধরেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।

সিইসি বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা উল্লেখ করে তার রাজনৈতিক সংগ্রাম, দল গঠন, দেশের স্বাধীনতা অর্জন, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার গঠনসহ তার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সব সফল উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

প্রসঙ্গত, বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয় আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,  মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপুমণি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, ড. হাছান মাহমুদ, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

তবে সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত থাকলেও স্ত্রীর অসুস্থার কারণে দেশে না থাকায় সংলাপে অংশ নেননি।

আরও পড়ুন:

‘আ. লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে’

 

/ইএইচএস/পিএইচসি/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?