X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের কাছেই রাখুন: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:২২

 

প্রবীণ কল্যাণ বিষয়ক গবেষণা ফলাফল বিস্তরণ ও নীতি সংস্কার জাতীয় কর্মশালায়  বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বয়স হলে মা-বাবা ভয়-ভীতির মধ্যে থাকেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘তারা একা থাকলে ভয় পান। তাই তাদের বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের কাছে রাখুন।’ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে ‘প্রবীণ কল্যাণ বিষয়ক গবেষণা ফলাফল বিস্তরণ ও নীতি সংস্কার জাতীয় কর্মশালা-২০১৭’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মায়ের বয়স শত বছর। আমি মাকে নিজের কাছে রাখি। তাই মা-বাবাকে সবসময় কাছে রাখতে সবার প্রতি আহ্বান জানাই।’ তিনি আরও বলেন, ‘মা-বাবা বয়স্ক হলেও সম্পদ। আমাদের চলার পথের অনুপ্রেরণা। মা-বাবাকে সবসময় ভালোবাসতে হবে। সামাজিক বন্ধনে আবদ্ধ করতে হবে। সামাজিক অবক্ষয় যেন না হয়।’

চিকিৎসার আধুনিকায়নের ফলে বয়স্কদের সংখ্যা বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা বিশ্বেই এই হার বাড়ছে। আমাদের দেশে ৭ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের ওপরে। জাপানে ১৫ শতাংশ মানুষ বৃদ্ধ। বয়স্ক মানুষের সুফল পেতে হবে তাদের অর্জিত জ্ঞান-গবেষণা আমাদের কাজে লাগাতে হবে। আমরা কেউই পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমিও শতবছরের অধিক সময় বাঁচতে চাই। আপনারা প্রতিদিন বেশি বেশি ফল খাবেন। সবসময় পানি খাবেন। এতে আয়ু বাড়বে।’

দেশের উন্নয়নের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে দারিদ্র্যের হার কমছে সব সময়। দারিদ্র্য সব দেশেই থাকে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গরিবের সংখ্যা বাংলাদেশের থেকে বেশি। ১১৭ বছর আগে পুরো আমেরিকায় মাত্র ৮ হাজার যানবাহন ছিল। সেই তুলনায় বাংলাদেশও সঠিক পথে আছে, সঠিকভাবে এগিয়ে যাচ্ছে সব  খাতে।

পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মশালয় অংশ নেন, জিইডি সদস্য (সিনিয়র সচিব)  ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) জুয়েনা আজিজ, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব বেগম ফৌজিয়া জাফরীন, রয়েল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. পি সি সরকার প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের