X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী যখন ডিজিটাল ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪



ডিজিটাল ক্রিকেট খেলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেটপ্রীতি অজানা নয়। এবার সুযোগ পেয়ে ব্যাট হাতে ক্রিকেট খেলতে ‘নেমে’ গেলেন তিনি। তবে ২২ গজে নয়,চোখে ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) পরে ডিজিটাল ক্রিকেট খেললেন প্রধানমন্ত্রী। অবশ্য খেলার চেয়েও বেশি উচ্ছ্বসিত হলেন যখন শুনলেন বিদেশি একটি প্রতিষ্ঠানের জন্য গেমটি তৈরি হয়েছে এই বাংলাদেশেই!   

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর উদ্বোধন করে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ডাটা সফটের প্যাভিলিয়নে যান। ওই প্যাভিলিয়নে গেলে প্রধানমন্ত্রীকে জানানো হয় ডিজিটাল ক্রিকেটের কথা। এসময় তিনি চোখে ভিআর পরে দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেটের সিমুলেশন গেম দেখে তিনিও ক্রিকেট খেলায় মেতে ওঠেন। এ ধরনের সিমুলেশন গেম ডেভেলপমেন্ট যে দেশে হচ্ছে তা জানতে পেরে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ডিজিটাল ক্রিকেটার প্রধানমন্ত্রী এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের দেশীয় প্রতিষ্ঠান ডাটা সফট ক্রিকেটবিষয়ক একটি সিমুলেশন গেম তৈরি করেছে। চোখে ভিআর পরে গেমটি খেললে সত্যি সত্যি খেলার অনুভূতি উপভোগ করা যায়। তিনি জানান, এটি বিদেশের একটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। বিষয়টি দেশের জন্য বিশাল গর্বের ব্যাপার। বিভিন্ন দেশের মানুষজন এ দেশের তৈরি গেম খেলবে– এটা অনেক বড় একটা ব্যাপার।

একটি প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী বুধবার শুরু হয় চার দিনব্যাপী আইসিটি-বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’। ‘রেডি ফর টুমরো’ প্রতিপাদ্যে এতে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হচ্ছে। গত ৯ বছরেরও বেশি সময়ে আইসিটি খাতে দেশের যে অর্জন– তা নিয়ে বাংলাদেশ আগামীর জন্য প্রস্তুত বলে এ বছরের প্রতিপাদ্যে ইঙ্গিত করা হয়েছে।

/এইচএএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি